জেলা 

মোদীর সফরের আগেই বালুরঘাটে বিজেপিতে যোগ দিল তৃণমূলের কয়েকশো কর্মীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ দিনাজপুরে লোকসভা ভোটের আগে শক্তি বাড়ল বিজেপির । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ঠিক আগেই  শতাধিক কর্মী শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে।  মোদীর সভার আগে এই দলবদলে  বিজেপি নেতৃত্ব এই আসনটিতে জয়ের আশা করছেন। অন্যদিকে তৃণমূল স্তরে এই ভাঙনে অস্বস্তিতে পড়েছে তৃণমূল ।
ইতিমধ্যেই লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় দুটি কেন্দ্রে ভোট হয়েছে। তৃতীয় দফা অর্থাৎ ২৩ এপ্রিল ভোট হবে বালুরঘাটে। তার আগে এই কেন্দ্রে তৃণমূল ও কংগ্রেস-সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নেতা-কর্মীরা।

বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, রবিবার ও সোমবার দফায় দফায় শতাধিক নেতাকর্মী গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের দিকে পাখির চোখ করেই দলের শক্তি বাড়িয়ে চলেছে বিজেপি নেতৃত্ব।
লোকসভা ভোটের আগে এই দল বদলে তৃণমূল নেতাদের চিন্তার ভাঁজ গভীর হয়েছে । এমনিতেই এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নিয়ে দলের মধ্যেই ক্ষোভ রয়েছে । তারপরে দলের এই ভাঙনে অশনী সংকেত দেখছে শাসক দল ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 1 =