জেলা 

অধীরের অনড় অবস্থানে জেলা প্রশাসন গ্রেফতার করল কংগ্রেস নেতার উপর হামলাকারীদের , হামলার পেছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে অভিযোগ অধীরের

শেয়ার করুন
  • 882
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বহরমপুরের সাংসদ অধীর চৌধুরির অনমনীয় মনোভাব অনড় অবস্থানে নড়ে-চড়ে বসলো মুর্শিদাবাদের প্রশাসন । নির্বাচন কমিশনের নির্দেশে কংগ্রেস নেতা তাপস দাশগুপ্তের উপর হামলাকারীদের গ্রেফতার করে পুলিশ ।

গতকাল সোমবার বড়ঞায় প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা তাপস দাশগুপ্ত। পথে তার ওপর হামলা হয়। তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার প্রতিবাদে বিদায়ী সাংসদ অধীর চৌধুরী ও কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী-সহ কংগ্রেস নেতা কর্মীরা রাত এগারোটা থেকে ধর্নায় বসেন।  সোমবার রাত এগারোটা নাগাদ বহরমপুরে জেলাশাসকের অফিসের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অবস্থানে বসেন তিনি।

Advertisement

তিনি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী যখন জেলায়, তখন কংগ্রেস কর্মীদের ওপর হামলা হয় কী করে। এই ঘটনায় পরে যুব তৃণমূল নেতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
অধীর চৌধুরীর অভিযোগ বেলডাঙ্গায় মুখ্যমন্ত্রীর সভায় ভাল লোক হয়নি তাই তিনি হতাশ হয়ে পড়েছেন । তিনি আরও অভিযোগ করেন এবার টার্গেট করা হয়েছে  কংগ্রেস কর্মীদের । তাদের উপর হামলা করা হচ্ছে । আর এই হামলায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। তিনি দাবি করেন যতই করুক হামলা মুর্শিদাবাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফিরতে হবে । যদিও তৃণমূলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।


শেয়ার করুন
  • 882
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 1 =