জেলা 

দ্বিতীয় দফার নির্বাচনেও সব বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে । এই রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে ওদিন ভোট হবে । এই নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবারই উত্তর দিনাজপুরে পৌঁছেছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি মঙ্গলবার প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সিপিএম ও বিজেপি নেতারা বৈঠক থেকে বেরিয়ে জানান, রায়গঞ্জ কেন্দ্রে ৭৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আশ্বস্ত করেছেন বিশেষ পর্যবেক্ষক।

আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে তিন আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রায়গঞ্জ ছাড়াও ভোটগ্রহণ হবে জলপাইগুড়ি ও দার্জিলিং কেন্দ্রে। পঞ্চায়েত নির্বাচনে শাসকের বেলাগাম সন্ত্রাসের কথা মাথায় রেখে এবার পুরো কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট দাবি করে বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী না পেলে ভোটকেন্দ্রে যাবেন না বলে আন্দোলনে সামিল হন ভোটকর্মীরাই। তাতেও হল না শেষ রক্ষা। রায়গঞ্জে ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী জানিয়ে দিলেন কমিশনের পর্যবেক্ষক। বিবেক দুবে জানিয়েছেন, রায়গঞ্জে ৭৮ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

অর্থাৎ ২২ শতাংশ বুথ থাকবে রাজ্য পুলিস দ্বারা রক্ষিত। ওদিকে দার্জিলিং কেন্দ্রে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে প্রশাসন সূত্রের খবর। দ্বিতীয় দফার ভোটগ্রহণে বাহিনী বেড়ে ১৩০ কোম্পানি হতে পারে বলে খবর মিলেছিল কমিশন সূত্রে। তার পরেও ৩ আসনের মধ্যে অন্তত ২টিতে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না হওয়ায় হতাশ বিরোধীরা। রাজ্য পুলিসের পাহারায় থাকা বুথগুলিতে তৃণমূল ব্যাপক কারচুপি করতে পারে বলে আশঙ্কা করছে তারা।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − 5 =