প্রচ্ছদ 

কল্যাণীর ১২ নম্বর ওয়ার্ডে সাড়ম্বরে উদযাপিত হল রবীন্দ্র জয়ন্তী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ফারুক আহমেদঃ

কল্যাণী  পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিবেদিতা বসুর উদ্যোগে আজ যথাযথ মর্যাদার সঙ্গে উৎযাপিত হল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম  জন্ম দিবস। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করে কয়েকশো ক্ষুদে পড়ুয়া। এই প্রসঙ্গে নিবেদিতা বসু জানান,”আমরা প্রতি বছর আমাদের ওয়ার্ডে যথাযত মর্যাদার সহিত রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করে আসছি। কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, নাটক ও সমবেত নৃত্য নাট্য ‘তাসের দেশ’ পরিবেশন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল যা সকলকেই মুগ্ধ করেছে জেনে আমরা প্রাণিত হলাম।”
শিশু শিল্পী রাইসা নুর কবিতা আবৃত্তি করে।
এছাড়া এদিন কল্যাণী শহরের প্রতিটি ওয়ার্ডেই রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালনের সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ছবিতে মাল্যদান করা হয়। বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের করা হয়। কল্যাণীর বিভিন্ন ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যাপক সাড়া পড়ে। সমগ্রভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন রমা পাল, খুশি রায় চক্রবর্তী, মনীষা বন্দ্যোপাধ্যায়, পলাশী মাইতি, হীরা পারভিন।

Advertisement

রবীন্দ্র জন্মোৎসব কমিটির এক সদস্য জানান, এই উপলক্ষে তাদের তরফে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে নদীয়া জেলার প্রতিটি ব্লকের বিভিন্ন প্রান্তে নানাভাবে এই রবীন্দ্র জন্মজয়ন্তী দিনটি পালন করা হয়েছে অতি গুরুত্ব দিয়ে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + thirteen =