জেলা 

বিজেপি-তৃণমূলের নেতা নন, খোদ পুলিশ কর্মীই উর্দি পরে রামনবমীর মিছিলে লাঠি খেললেন !

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের মুখে রামনবমীকে প্রচারের হাতিয়ার করে তুলেছে গেরুয়া শিবিরের পাশাপাশি তৃণমূলও পালন করল রামনবমী৷ তবে পুলিশকর্মী উর্দি পরে রামনবমী পালন করছেন এটা মনে হয় যোগীর রাজ্যেও সম্ভব নয় ; তবে মমতার রাজ্যে যে তা সম্ভব তার প্রমাণ পাওয়া গেল । আর এনিয়ে রাজ্য জুড়ে আলোড়ন পড়েছে ।খবরে প্রকাশ ,আসানসোলের কুলটিতে কোনও দলের নেতা বা কর্মী নয়, খোদ পুলিশকর্মী সামিল হয়েছে রামনবমী উৎসবে৷ ধর্মপালন করার অধিকার সকলেরই আছে । তা বলে উর্দি পরে কিংবা কর্মরত অবস্থায় রাম নবমীর মিছিলে লাঠি খেলা যায় কি ?

শনিবার উর্দি পরা এক পুলিশকর্মীকে দেখা গেল রাম নবমীর অনুষ্ঠানে লাঠি খেলায় মেতে উঠতে৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে৷ অভিযোগ, খাকি উর্দি পরে কর্তব্যরত অবস্থায় একজন পুলিশকর্মী পাকড়ি পরে বিজেপি কর্মীর সঙ্গে লাঠি খেললেন৷ তাও আবার সার্ভিস রাইফেল নিয়ে৷ বরুণ মণ্ডল নামে ওই পুলিশকর্মী আইন ভেঙেই এটি করেছে৷ বিতর্কীত ওই পুলিশকর্মী নিয়ামত পুলিশ ফাঁড়ির এএসআই৷ রামনবমী উপলক্ষে কুলটি থানার অন্তর্গত বেজডির একটি আখড়ায় উর্দি পরে লাঠি খেলতে দেখা যায় তাঁকে।

Advertisement

 

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + thirteen =