দেশ 

নির্বাচন কমিশনের ‘ব্র্যান্ড অ্যাম্বাসডর‘-রই ভোট দিতে পারবেন না কেন জানেন ? জানতে হলে ক্লিক করুন।

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এবং নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসডর । তিনিই এবার লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। কারণ, তাঁর নাম নেই  ভোটার তালিকায়। এখন আর নাম সংযোজন করাও সম্ভব নয়।

আর এই খবর সামনে আসার পরেই  অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন । কমিশন যে ব্যক্তিকে সামনে রেখে মানুষকে ভোটদানে উৎসাহিত করে থাকে সেই ব্যক্তিরই ভোটার তালিকায় নাম নেই ।

Advertisement

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাহুল দ্রাবিড় আগে পৈতৃক বাড়িতে থাকতেন। তাঁর পৈতৃক বাড়ি বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মধ্যে। তাই এতদিন তাঁর নাম ওই কেন্দ্রেই ছিল। কিন্তু সম্প্রতি তিনি বাড়ি পরিবর্তন করেছেন।

এখন তিনি থাকেন মালেশ্বরম লোকসভা কেন্দ্র এলাকায়। ফলে পুরনো এলাকার ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে গিয়েছে। কিন্তু পরিবর্তে তাঁর নাম আর নতুন জায়গায় সংযোজন করার আবেদন করা হয়নি। তাই এবার আর ভোট দিতে পারবেন না রাহুল দ্রাবিড়।

 

 


শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + 20 =