কলকাতা 

বিজেপির সঙ্গে কার যোগাযোগ আছে তা রাজ্যের মানুষ ভালো করেই জানে মমতাকে তোপ সরদার আমজাদ আলীর

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি :  উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাম-কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন সমঝোতা আছে বলে অভিযোগ করেছেন । এমনকি বহরমপুর ও জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সঙ্গে আরএসএসের গোপন সমঝোতা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন । আর মমতার এই অভিযোগ সম্পর্কে প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক সরদার আমজাদ আলীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন , বিজেপির সঙ্গে কার যোগাযোগ আছে তা দিনের আলোর মতই পরিস্কার । আর বাংলার মানুষও তা জানে ।

মমতা কিংবা তৃণমূলের সঙ্গে বিজেপি-আরএসএসের যে কতখানি গভীর সর্ম্পক আছে তা সকলেই জানে । ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার পর মোদী যখন দ্বিতীয় বার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা দেবী তাঁকে অভিনন্দন জানিয়ে ফুল পাঠিয়ে ছিলেন তা সকলেই জানে । এটার নতুন কিছু বিষয় নয় মমতা দেবী আরএসএসের সভায় গিয়ে ওই সংগঠনের ভূয়শী প্রশংসা করেছিলেন এটাও সবাই জানে । মমতা দেবী বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রীসভার সদস্য ছিলেন এটা সবাই জানে । তাই মমতার উচিত কংগ্রেসের দিকে আঙুল তোলার আগে নিজের রাজনৈতিক জীবন নিয়ে ভাবা ।

Advertisement

বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলী বলেন , আর কংগ্রেস দল স্বাধীনতার পর থেকে আরএসএসের বিরোধী । জওহরলাল নেহেরু  থেকে শুরু করে সোনিয়া গান্ধী , রাহুল গান্ধীদের আর এসএস বিরোধীতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না । আর কংগ্রেস সব সময় বিজেপির বিরোধী । কোথাও কোনো সময় কংগ্রেস বিজেপির মধ্যে সমঝোতা হয়নি । দেশের সম্প্রীতির স্বার্থে কংগ্রেসের যে ইতিহাস রয়েছে তা কী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন ? আর কংগ্রেস বিজেপিকে তার রাজনৈতিক শত্রূ বলে মনে করে । কংগ্রেস এটা মনে করে না । আদবানী ভাল বিজেপি , রাজনাথ  নীতিন গড়গড়ি ভাল বিজেপি আর মোদী-অমিত শাহ খারাপ বিজেপি এটা কংগ্রেস ভাবে না । কংগ্রেস ভাবে বিজেপির আদর্শের সঙ্গে তাদের আদর্শের তফাৎ রয়েছে ।

কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বিজেপি আবার খারাপ বিজেপি বলে তাদের মধ্যে বিভাজন তৈরি করে সর্ম্পক স্থাপন করেন । আদবানী সমগ্র দেশের রাজনীতিকে ধর্মীয় বিভাজনে বিভক্ত করে সমগ্র দেশে সাম্প্রদায়িক বাতাবরন তৈরি করেছেন । আর তিনিই আমাদের মুখ্যমন্ত্রীর চোখে ভালো বিজেপি , রাজনাথ –নীতিনরা নাগপুরের আরএসএসের পোষ্টার বয় তাঁরা হলেন মমতার কাছে ভালো বিজেপি। তাহলে আপনারা বলুন কংগ্রেস ,না, মমতা এবং তৃণমূল কংগ্রেসই আরএসএস এবং তথাকথিত ভালো বিজেপির সঙ্গে সর্ম্পক বজায় রেখে রাজনীতি করছেন ।


শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 3 =