দেশ 

প্রিয়াংকার হাত ধরে অসমে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে ; রোড শোতে অপ্রত্যাশিত জনজোয়ার , শিলচরে দাঁড়িয়ে বারাণসীর উন্নয়ন নিয়ে মোদীকে খোঁচা প্রিয়াংকার

শেয়ার করুন
  • 1.3K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদীর বিরুদ্ধে কী এবার প্রিয়াংকা গান্ধী কংগ্রেস প্রার্থী ? বাংলার নববর্ষের একদিন আগেই প্রিয়াংকা মোদীর নাম করে তীব্র ভাষায় আক্রমণ করলেন । তিনি বলেন. মোদী নিজের লোকসভা কেন্দ্রের জন্য কিছু করেননি । আমি ভেবেছিলাম তিনি বড় বড় ভাষণ দেন । তাঁর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য নিশ্চয়ই অনেক কিছু করেছেন । তারপর আমি নিজে বারাণসীতে গিয়েছিলাম , সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি ,দেখেছি সেখানকার মানুষ ক্ষুদ্ধ হয়ে আছেন মোদীর উপর । তিনি নিজের এলাকার জন্য ৫ মিনিট সময়ও বরাদ্দ করেন না । দেশ পরিবর্তন চাইছে । পরিবর্তন হবে । ভাষণ নয় দলের নীতি আদর্শ ও আপনাদের বিবেককে জাগ্রত করে দেখুন দেশ কার হাতে নিরাপদ ? তাকে ভোট দিন । কংগ্রেস সভাপতি দেশের গরীব মানুষদের জন্য বছরে ৭২ হাজার করে টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা কার্যকরী করতে হলে আপনাদের মূল্যবান ভোট প্রয়োজন । রবিবার অসমের শিলচরে প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেবের সমর্থনে এক র‌্যালিতে অংশ নেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াংকা গান্ধী । র‌্যালীর শেষে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি মোদীর বিরুদ্ধে তোপ দাগেন  প্রিয়াংকা ।

তিনি বলেন , ভোট দেওয়া আগে ভাবুন , কারা ধর্মের নাম করে দেশকে ভাগ করতে চাইছে । ভোট দেওয়ার আগে ভাবুন কারা প্রতিশ্রুতি দিয়ে পালন করেনি । বড় বড় ভাষণ নয় , মানুষের জন্য সত্যিকার অর্থে কারা কাজ করতে চায় সেটা দেখে ভোট দিন । তিনিও আরও বলেন যে প্রধানমন্ত্রী নিজের এলাকার মানুষদের ৫ মিনিট সময় না দিয়ে বিদেশে ঘুরে বেড়ান , সেই প্রধানমন্ত্রী দেশের সেবা করতে পারে কী ?

Advertisement

তিনি অসমের মাটিতে দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি-র বিরুদ্ধে মত প্রকাশ করেন । বিজেপি সরকারকে দিল্লি এবং রাজ্য থেকে উৎখাতের ডাক দেন । একই সঙ্গে বিদায়ী সাংসদ সুস্মিতা দেবকে ইন্দিরা গান্ধীর মত সাহসী নেত্রী বলে প্রিয়াংকা মন্তব্য করেন । তিনি বলেন , আপনারা সুস্মিতা দেবকে জেতান । আমি এসেছি সুস্মিতার সমর্থনে ভোট চাইতে । এদিন তিনি সুস্মিতাকে নিয়ে শিলচরে রোড শো করেন । আজকের রোড শোতে ভিড় ছিল লক্ষনীয় । প্রিয়াংকার রোড শোতে ভিড় দেখে অসম কংগ্রেস নতুন করে উজ্জীবিত হয়েছে । তারা মনে করছে অসমে আবার কংগ্রেস ঘুরে দাঁড়াবে

 

 


শেয়ার করুন
  • 1.3K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − 2 =