জেলা 

মেলালেন তিনি মেলালেন ; বহরমপুরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে মিছিল করল বামেরা ; বাংলার রাজনীতিতে নয়া জোটের কান্ডারি অধীর চৌধুরি

শেয়ার করুন
  • 279
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মেলালেন তিনি মেলালেন । বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি এক সময় বাম রাজনীতি থেকেই তাঁর রাজনীতি জীবন শুরু করেছিলেন । তা এখন অতীত । বাম-কংগ্রেস জোটও হয়নি । তা সত্ত্বে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি সমর্থনে রাস্তায় নেমে মিছিল করল বামেরা । বহুদিন পর এক কংগ্রেস প্রার্থীকে জেতাতে আলাদা করে সিপিএম মিছিল করল । যা দেখেই বলা যায় অধীর চৌধুরির পক্ষেই এটা সম্ভব । রাজ্য কংগ্রেস তো বটেই রাহুল গান্ধীও হস্তক্ষেপ করে যেখানে রাজ্যে বাম-কংগ্রেসের মধ্যে জোট করতে পারেননি । সেখানে শুধুমাত্র অধীর চৌধুরির সমর্থনে বামেদের এই মিছিল প্রমান করেছে জননেতা অধীরই পারেন মমতার বিকল্প হয়ে উঠতে । তৃণমূলের বিকল্প হিসেবে বাম-কংগ্রেসকে জোটবদ্ধ করতে পারেন একমাত্র অধীর চৌধুরিই ।

কংগ্রেস ও বামেদের মধ্যে জোট হয়নি । নেতারা জোটে রাজি হননি । সামান্য স্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থে জোট করা সম্ভব হয়নি । তবে নিচু তলার কর্মীরা মনে করছে জোট জরুরি । জোট না হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে । প্রথমে বলা হয়েছিল বামেরা কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দেবে না । পরে শুধুমাত্র মালদা দক্ষিণ আসনটি বাদে রাজ্যের সব কটি আসনেই বামেরা প্রার্থী ঘোষণা করে । এমনকি বহরমপুরে অধীর চৌধুরির আসনেও প্রার্থী দিয়েছে বামেরা । আরএসপি প্রার্থী হিসেবে ঈদ মহম্মদ দাঁড়িয়েছেন ।

Advertisement

কিন্ত এবারের লোকসভা নির্বাচন আসলে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করার লড়াই । তাই বামেদের প্রার্থী থাকা সত্ত্বে তাদের প্রার্থীর সমর্থনে নয় , কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরির সমর্থনে বহরমপুরে মিছিল করল সিপিএম । কংগ্রেসের প্রার্থীর হয়ে পৃথক প্রচার চালাচ্ছেন বামেরা। আরও স্পষ্ট করে বললে অধীর চৌধরীর সমর্থনে প্রচার চালাচ্ছে সিপিএম। কংগ্রেসের সঙ্গে যৌথ সভা নয়, তবে সিপিএমের তরফে আবেদন জানানো হয়েছে অধীর চৌধুরীকে ভোট দেওয়ার।

রাজ্যে বাম-কংগ্রেসের মধ্যে জোট নিয়ে প্রথম থেকে নানা চাপানউতোর চলেছে। শেষপর্যন্ত ভেস্তে গিয়েছে জোট। তবে অধীর চৌধুরী, ডালুবাবুদের বিরুদ্ধে প্রার্থী দেয়নি বামেরা। আরএসপির তরফে ইদ মহম্মদকে প্রার্থী করা হলেও বামফ্রন্টের তরফে তাঁর নাম প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানানো হয়।

এখন বহরমপুরে বামফ্রন্টের তরফে রাস্তায় মিছিল করা হচ্ছে অধীর চৌধুরী সমর্থনে। কংগ্রেসের সঙ্গে যৌথ প্রচার হবে না, আগেই বলেছিল বামেরা। সেইমতো পৃথক ভাবে  অধীর চৌধুরীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। নিজেদের মতো করে ফ্লেক্স-হোর্ডিং-ব্যানার তৈরি করে বামফ্রন্ট এই প্রচারে নেমেছে।

বামেদের মিছিলের অগ্রভাগে যে ব্যানার দেখা গিয়েছে, সেখানে লাল রঙে লেখা অধীরের নাম।  শুধু হাত প্রতীকটা নীলাভ। তবে সেখানে তেরঙ্গার চিহ্নমাত্র নেই। ব্যানারে পরিষ্কার লেখা- কেন্দ্রে বিজেপিকে হটাতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গড়ার লক্ষ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীকে হাত চিহ্নে ভোট দিন।

 

 


শেয়ার করুন
  • 279
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 − one =