কলকাতা 

রাম নবমীতে কী হবে তা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের বললেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রামনবমীতে অস্ত্র মিছিল হলে, সেটা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের। স্পষ্ট বিষয়টি জানিয়ে দিলেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে।

তিনি জানিয়ে দেন, রামনবমীতে অস্ত্র মিছিল রুখতে যা করণীয়, সেটা রাজ্য প্রশাসনই করবে। এবিষয়ে নির্বাচন কমিশনের আলাদা করে কিছু করার নেই। এটা জেলা প্রশাসনের এক্তিয়ারভুক্ত। দিল্লি যাওয়ার আগে শনিবার বিমানবন্দরে দাঁড়িয়ে একথা বললেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে।

Advertisement

বিবেক দুবে আরও জানান, এই মুহূর্তের তাঁর কাছে অধিক গুরুত্বপূর্ণ রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের নিরাপত্তার বিষয়টি। দ্বিতীয় দফায় রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, সেবিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন বিবেক দুবে।

উল্লেখ্য, সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে দাবি তুলেছে বিজেপি, তাতে তিনি বলেন, ”এবিষয়ে নির্বাচন কমিশনই সঠিক সিদ্ধান্ত নেবে।”

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + five =