কলকাতা 

মমতার ধর্ণা মঞ্চে সামিল হওয়ার জেরে সরানো হতে পারে প্রথম সারির কয়েক জন পুলিশ কর্তাকে ; পঞ্চায়েত নির্বাচনের সময় কর্মরত ডিএমদেরও সরানো দাবি মুকুলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানাকে কেন্দ্র করে কলকাতা ধর্মতলায় মুখ্যমন্ত্রী ধর্ণায় বসেছিলেন । সেদিনের ধর্ণামঞ্চে কোন  কোন পুলিশ কর্তা সামিল হয়েছিল তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন৷ সুত্রের খবর বিজেপি দল অভিযোগ করেছে , যেসব আমলা সেদিন মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চে বসেছিলেন তাঁদের সবাইকে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দিতে হবে । সেই অভিযোগে প্রেক্ষিতে সেই দিনের ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে কমিশন৷ জানা গিয়েছে এই বিষয়ে রিপোর্ট তৈরি করে দিল্লির নির্বাচন কমিশনে পাঠাতে চলেছে কমিশন৷

জানা গেছে নির্বাচন কমিশন আরও কয়েকজন আইপিএস অফিসারকে সরিয়ে দিতে পারে । ইতিমধ্যেই ৫জন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন । এরা হলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ,বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিং , বীরভূম , ডায়মন্ডহারবার ও কোচবিহারের এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে । এবার সরানো হতে পারে রাজ্য পুলিশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণকে পদাধিকারীকে বলে সূত্রের খবর ।

Advertisement

এদিকে গতকালই বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ করেছেন গত পঞ্চায়েত নির্বাচনের সময় কর্মরত যেসব জেলাশাসকরা এখনও বদলী হননি তাদেরকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দিতে হবে । তাঁদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দাবি জানিয়েছেন মুকুল রায় ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + nineteen =