জেলা 

রাফালের তদন্ত শুরু হলেই মোদী জেলে যাবেন। রাফাল ইস্যুতে চৌকিদারের চেহারা পালটে গেছে : রাহুল

শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বুধবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে কংগ্রেসের নির্বাচনী প্রচারে এসে রাহুল গান্ধী আবার নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন । এ দিন তাঁর সমালোচনার আদ্য-প্রান্তে ছিলেন নরেন্দ্র মোদীই। রাহুলের অভিযোগ, ৪৫ হাজার কোটি টাকা দিয়েছেন বিজয় মালিয়াকে। অনিলকে দিয়েছেন ৩০ হাজার কোটি টাকা। দুটি ভারত বানাতে চান মোদী। এক অনিল অম্বানীর, তো অন্যটা গরিব মানুষ, কৃষকদের।

রাহুল গান্ধী আরও বলেন, রাফালের তদন্ত শুরু হলেই মোদী জেলে যাবেন। রাফাল ইস্যু তুলে চৌকিদারের চেহারা পালটে দিয়েছেন বলে দাবি করেন রাহুল। কংগ্রেসের ইস্তেহার নিয়ে রাহুলের বক্তব্য, ন্যায় থেকে বাদ যাবেন না কেউ। চাকরি দেওয়া হবে যুবক-যুবতীদের। উন্নতমানের হাসপাতাল, ন্যূনতম খরচে চিকিত্সার ব্যবস্থা করবে কংগ্রেস।

Advertisement

 


শেয়ার করুন
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 + eight =