দেশ 

রাফালের ফাঁস হওয়া নথিকেই প্রমাণ্য হিসেবে ধরে মামলার পুনর্বিচারের আবেদনের শুনানী হবে জানাল সুপ্রিম কোর্ট , অস্বস্তিতে বিজেপি

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর বহু চর্চিত রাফাল ডিল মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের আবেদন খারিজ করে রাফাল ডিলের গোপন নথিকে প্রামাণ্য দস্তাবেজ বলে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই নথির ভিত্তিতে রাফাল মামলার পুনর্বিচারের আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। 

 গত ১৪ মার্চ কেন্দ্রীয় সরকার গোপন দস্তাবেজের ভিত্তিতে রাফাল মামলার শুনানির বিরোধিতা করে। দুপক্ষের বক্তব্য শুনে সেদিন রায় দেয়নি আদালত। কেন্দ্রের দাবি ছিল এতে সরকারের বিশেষাধিকার গোপনীয়তা লঙ্ঘিত হবে। একই সঙ্গে রাষ্ট্রের সুরক্ষার সঙ্গেও আপস হবে এই পদক্ষেপে।

Advertisement

কেন্দ্রের দাবি ছিল এতে সরকারের বিশেষাধিকার গোপনীয়তা লঙ্ঘিত হবে। একই সঙ্গে রাষ্ট্রের সুরক্ষার সঙ্গেও আপস হবে এই পদক্ষেপে। কেন্দ্রের দাবি, রাফালের ওই নথি প্রতিরক্ষা মন্ত্রক থেকে বিনা অনুমতিতে ফটোকপি করা হয়েছে। 

সুপ্রিম কোর্টের নতুন সিদ্ধান্তে কেন্দ্র সরকার বিশাল ধাক্কা খেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল । বেশ কয়েক মাস ধরে রাফাল ইস্যুতে কোনঠাসা বিজেপি এবং নরেন্দ্র মোদী । সুপ্রিম কোর্টের একটি রায়কে ঘিরে বাঁচার চেষ্টা করছিলেন মোদী-শাহরা । কিন্ত শেষ মুহুর্তে সেই রায় পুনর্বিবেচনা করার আবেদন করেন প্রশান্ত ভুষণ , যশবন্ত সিনহা সহ বেশ কয়েক জন । সেই মামলায় কেন্দ্র বলেছিল প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি নিয়ে আদালতে আলোচনার প্রয়োজন নেই । কিন্ত প্রধান বিচারপতির আজকের সিদ্ধান্তে লোকসভা ভোটের মুখে বড় অস্বস্তিতে পড়ল বিজেপি ।


শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − thirteen =