দেশ 

মোদী সেনা পাকিস্থান ও কাশ্মীরের নামে ভোট চাইলেও নতুন ভোটারদের বোকা বানানো যাবে না ; অনিল আম্বানী-অমিত-রাফাল নিয়ে আবার মোদীকে মুখোমুখি বসার আহ্বান রাহুলের

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচনে সাধারন মানুষের সমস্যাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে ভোটাররা অভিযোগ করছে। দেশের প্রধানমন্ত্রী নিজের দায় থেকে নির্বাচনী প্রচারে গত ৫ বছরে তিনি দেশের সার্বিক উন্নয়নের জন্য কী করেছেন তার ব্যাখ্যা দিতে পারতেন বলে ওয়াকিবহাল মহল মনে করছেন । তা না করে মোদী যেভাবে সেনাকে নির্বাচন প্রচারে ব্যবহার করছে তাতে তাঁর দেউলিয়া রাজনীতি প্রকট হয়ে উঠেছে । উত্তরবঙ্গের পর গতকাল ভোট প্রচারে যেভাবে আবার বালাকোট ও পুলওয়ামার ঘটনা সামনে এনে ভোট চাইলেন তাতে এটা প্রমান হল বিগত ৫ বছরের তিনি এমন কোনো গুরুত্ব কাজ করেননি যা সভায় বলার মত । অর্থাৎ ৫ বছরে তিনি কিছুই না করে সাধারন মানুষের ভোট চাইতে যাচ্ছেন আর সমস্যা থেকে নজর ঘোরাতে সেনা পুলওয়ামা প্রসঙ্গ তুলে আনছেন ।

বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ১১ এপ্রিল প্রথম দফায় ৯১টি কেন্দ্রের ভোটগ্রহণ। ভোট শুরুর ঠিক ৪৮ ঘণ্টা আগে নির্বাচন কমিশনের নির্দেশের তোয়াক্কা না করেই উত্তরবঙ্গের পরে আজ ফের সরাসরি সেনার নামে ভোট চাইলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এ দিন নতুন ভোটারদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘যে বীর জওয়ান বালাকোটে জঙ্গি শিবিরে হানা দিয়েছিলেন, আপনাদের প্রথম ভোট তাঁকে উৎসর্গ করা যায় কি? যে বীর জওয়ান পুলওয়ামায় শহিদ হয়েছেন, আপনাদের প্রথম ভোট তাঁকে উৎসর্গ করা যায় কি?’’

Advertisement

পাশাপাশি পাকিস্তানের জন্মের জন্য আজ কংগ্রেসকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী মোদী! সংবিধানের ৩৭০ ধারা জম্মু-কাশ্মীরের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও অভিযোগ তাঁর।

প্রধানমন্ত্রী এই এমন মন্তব্যের পরে কংগ্রেসের অভিযোগ, পাঁচ বছরে নিজের কোনও সাফল্য নেই বলেই মোদীকে এখন জওয়ানদের নামে ভোট চাইতে হচ্ছে। রুটিরুজির সমস্যা, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে নজর ঘোরাতেই জওয়ান-পাকিস্তান-কাশ্মীর প্রসঙ্গ টেনে উগ্র জাতীয়তাবাদ ও মেরুকরণের রাজনীতি করছেন মোদী।

ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা টুইটারে মোদীকে বিঁধে লিখেছেন, ‘‘আশা করি প্রথম ভোটাররা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন, কেন বালাকোটে হামলার প্রয়োজন হল? কেন পুলওয়ামায় হামলা হল?’’ আর পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কটাক্ষ, ‘‘আগেও বলেছি, এমসিসি আসলে মোদী কোড অব কন্ডাক্ট!’’

প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি লিখে সিপিএমের নীলোৎপল বসু অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নির্বাচনীবিধি লঙ্ঘন করেছেন। ভোট চাইতে সেনার প্রসঙ্গ টানা যাবে না বলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশ সত্ত্বেও তিনি তা অমান্য করছেন। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বুধবার তাঁরাও এ বিষয়ে কমিশনে যাবেন। উত্তরবঙ্গে মোদী সেনার নামে ভোট চাওয়ার পরে কমিশনে নালিশ করেছিল তৃণমূল।

কিন্তু কেন মোদী বারবার জওয়ান বা পাকিস্তানের প্রসঙ্গ টানছেন? পর্যবেক্ষকদের ব্যাখ্যা, নানা জনমত সমীক্ষায় ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, বিজেপি এ বার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তাদের ভরসা করতে হবে এনডিএ-র অন্য শরিকদের উপরে। জনমত সমীক্ষাগুলি থেকে আরও একটি বিষয় স্পষ্ট। তা হল, ইউপিএ-র পাশাপাশি এসপি, বিএসপি, তৃণমূলের মতো দলগুলি সম্মিলিত ভাবে অনেক আসন পেয়ে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে।

ভোটের পরে সরকার গড়ার মতো সংখ্যা না থাকলে এই দলগুলির সমর্থন চাইতেই পারে বিজেপি। তখন সমর্থনের বিনিময়ে সেই দল মোদীর বদলে অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে চাইলে মোদীর আর গদিতে ফেরা হবে না। তাই মোদী বারবার জাতীয় সুরক্ষা, দেশপ্রেম, সন্ত্রাসবাদের তাস খেলছেন বলে দাবি পর্যবেক্ষকদের।

কংগ্রেসের কটাক্ষ, এত দিন মোদী সব সমস্যার জন্য প্রয়াত জওহরলাল নেহরুকে দুষতেন। এখন নেহরুকে দুষে লাভ নেই দেখে সেনার নামে ভোট চাইছেন!

কংগ্রেসের সামনে চ্যালেঞ্জ হল, এই বিতর্ককে ফের বেকারি, নোট বাতিল, নীরব মোদীর কেলেঙ্কারি, রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে ফিরিয়ে আনা। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী আজ তাই মোদীকে ফের মুখোমুখি বিতর্কে বসার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। মোদীকে কটাক্ষ করে তাঁর টুইট, ‘প্রিয় প্রধানমন্ত্রী, দুর্নীতি নিয়ে আমার সঙ্গে বিতর্কে ভয় পাচ্ছেন? আমি আপনার জন্য বিষয়টা সহজ করে দিচ্ছি। আগে থেকে বিষয় জানা থাকলে তৈরি হওয়া সহজ হবে। এক, রাফাল ও অনিল অম্বানী। দুই, নীরব মোদী। তিন, অমিত শাহ ও নোট বাতিল।’ কংগ্রেসের বক্তব্য, মোদী জওয়ানদের নামে ভোট চাইলেও নতুন ভোটারদের বোকা বানানো যাবে না। বছরে ২ কোটি চাকরির ফাঁকা প্রতিশ্রুতি বা চাকরি খোয়ানো তাঁরা ভুলবেন না।


শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − twelve =