কলকাতা 

কোচবিহারে এসপি বদল প্রতিবাদে বুধবার কমিশনে যাচ্ছেন তৃণমূল নেতারা

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কোচবিহারের ভোটের একদিন আগে এসপি বদল এবং দার্জিলিং কেন্দ্রে ইভিএম নিয়ে কিছু সমস্যা এবং প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতারা নির্বাচনী প্রচারে গিয়ে সেনার নামে ভোট চাইছেন যা নির্বাচন বিধির বিরোধী তা নিয়ে আজ নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূল প্রতিনিধি দল ।

গত কালই সাংবাদিক সম্মেলনে দার্জিলিং কেন্দ্রের ইভিএম নিয়ে একটি অভিযোগ করেছেন ডেরেক। এই বিষয়টি নিয়ে তাঁরা বুধবার নির্বাচন কমিশনে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। দার্জিলিং কেন্দ্রে মোট প্রার্থী ১৬ জন। একটি ইভিএম-এ ১৬টি বাটনই রাখা যায়। কিন্তু তা হলে নোটা কোথায় যাবে? এই নোটার জন্যই দ্বিতীয় ইভিএম-এর ব্যবস্থা করেছে কমিশন।

Advertisement

প্রথম ইভিএম-এ তৃণমূল প্রার্থী অমর রাইয়ের নাম এক নম্বরে। দ্বিতীয় ইভিএম-এ আবার এক নম্বরেই নোটা। তৃণমূলের আশঙ্কা, অনেকেই প্রথম ইভিএম-এ এক নম্বরে থাকা তৃণমূলের প্রার্থীকে ভোট দিতে গিয়ে দ্বিতীয় ইভিএম-এর এক নম্বরের বাটন টিপে ভোট দিয়ে ফেলতে পারেন, যা আসলে ‘নোটা’। ডেরেক বলেন, এই কারণেই তাঁরা দাবি জানাবেন যাতে দ্বিতীয় ইভিএম-এ প্রথম ১৫টি ঘর ফাঁকা রেখে শেষ ঘরে ‘নোটা’র বাটন রাখতে। এ ছাড়াও কমিশনে আরও বেশ কিছু অভিযোগ ও দাবিদাওয়া জানানো হবে বলে ডেরেক এ দিন জানিয়েছেন।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 7 =