জেলা 

মুকুলের অভিযোগের জেরে ভোটের একদিন আগেই সরিয়ে দেওয়া হল কোচবিহারের এসপিকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুকুল রায় কথা রাখলেন । দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থল থেকে মুকুল রায় কোচবিহারের এসপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ওই এসপি বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানাবেন কমিশনের কাছে । মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এবং ভোটের একদিন আগেই কোচবিহারের পুলিস সুপার বদল করে দিল নির্বাচন কমিশন । মূলত মুকুল রায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিস সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক গুপ্তাকে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিস সুপার হচ্ছেন অমিত সিং।

উল্লেখ্য, অভিষেক গুপ্তার নামে কিছুদিন আগেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি। কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী মোদীর সভা থেকে অভিষেক গুপ্তার বিরুদ্ধে প্রকাশ্যে পক্ষপাতিত্বের অভিযোগ জানান মুকুল রায়ও।

Advertisement

কমিশনের তরফে রাজ্য প্রশাসনকে স্পষ্ট নির্দেশে জানানো হয়েছে, অপসৃত আধিকারিককে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া যাবে না।

প্রসঙ্গত, প্রথম দফায় রাজ্যে ২ কেন্দ্রে, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট। মোট বুথের সংখ্যা ৩৮৪৪টি। এরমধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট বুথ ২০১০। জানা গিয়েছে, তার মধ্যে মাত্র ১০৬০টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি যে ৯৬০টি বুথ, সেখানে রাজ্য পুলিসের নিরাপত্তায় ভোট হবে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × two =