দেশ 

জঙ্গী হানায় জম্মু-কাশ্মীরের আরএসএস নেতার মৃত্যু

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত জম্মু-কাশ্মীরের আরএসএস নেতা কিস্তওয়ারের হাসপাতালে মারা গেলেন । উল্লেখ্য মঙ্গলবার সকালে জঙ্গিহানায়  গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা চন্দ্রকান্ত শর্মার। মঙ্গলবার সকালে ওই হামলা হয়। হামলার সময় ঘটনাস্থলেই জঙ্গিদের গুলিতে নিহত হন ওই নেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।

সেই সঙ্গে আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা গুরুতরভাবে জখম হন। হাসপাতালেই তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় জম্মু সিটি হাসপাতালে। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। বিজেপি নেতা সুনীল শেঠী সাংবাদকদের এই খবর জানিয়েছেন ।

Advertisement

কিস্তওয়ারের একটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী ছিলেন চন্দ্রকান্ত শর্মা। হাসপাতালের ভিতরেই তাঁর উপর জঙ্গিরা হামলা চালায়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, জঙ্গিদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। আচমকাই চন্দ্রকান্ত শর্মা ও তাঁর নিরাপত্তা আধিকারিককে লক্ষ্য করে গুলি চালায়। ওই হামলাতেই নিহত হন ওই নিরাপত্তা আধিকারিক।

এই ঘটনার পর কিস্তওয়ারে কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একটি সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে যে সেনাকেও ডেকে পাঠানো হয়েছে।

তবে এই প্রথম নয় এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। জম্মু-কাশ্মীরে রাজনৈতিক নেতাদের উপর এর আগে একাধিকবার হামলা হয়েছে। শুধু বিজেপি নয়, হামলার শিকার হয়েছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স। দুই কর্মী মারাও গিয়েছে জঙ্গি হামলার জেরে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 4 =