দেশ 

দক্ষিণ ভারত থেকে রাহুল গান্ধী মোদী বিরোধী যে ঝড় তুলবেন , সেই ঝড়ে কুপোকাৎ হতে চলেছে বিজেপি ও তার সহযোগীরা ,আভাষ সমীক্ষায়

শেয়ার করুন
  • 221
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় ২২১টির মধ্যে কংগ্রেস একাই পাবে ১৪১টি আসন। কংগ্রেসের সহযোগী দলগুলির দখলে যেতে পারে ৮০টি আসন। আর ১৭২টির মধ্যে বিজেপি এককভাবে পাবে ১৪১টি। আর বিজেপির সহযোগী দলগুলি পেতে পারে ৩১টি আসন।

এবার দেখে নেওয়া যাক কোন যাদু মন্ত্রে কংগ্রেস এই সাফল্য পেতে চলেছে বলে আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উঠে এসেছে । দেখা যাচ্ছে দক্ষিন ভারতে ১৩৪ টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৩৫টি সহযোগী দলগুলি পাবে ৪২ টি । ইউপিএ মোট পাবে ৭৭টি । বিজেপি এককভাবে পাবে মাত্র ১০টি আর সহযোগী দলগুলি পাবে ৫টি । আঞ্চলিক দলগুলি পাবে ৪১টি । দক্ষিণ ভারত থেকে ভাল ফল করার লক্ষ্যে রাহুল গান্ধী এবার কেরল থেকে প্রার্থী হয়েছেন । তিনি দক্ষিণ থেকে মোদী বিরোধী যে ঝড় তুলবেন তাতে কুপোকাৎ হওয়ার সম্ভাবনা বিজেপির রয়েছে বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে ।

Advertisement

পশ্চিম ভারতে  মোট আসন ১০১টি । কংগ্রেস পাবে ৩২টি সহযোগীরা পাবে ১৫টি । ইউপিএ মোট পাবে ৪৭টি . বিজেপি এককভাবে ৪২টি সহযোগী দল পাবে ১২টি । এনডিএ মোট পাবে ৫৪টি ।

উত্তর ভারতে মোট আসন ১২৬টি । কংগ্রেস এককভাবে পাবে ২৭ , সহযোগীরা পাবে ৩টি , মোট ৩০টি ; বিজেপি এককভাবে পাবে ৪৭টি সহযোগীরা পাবে ৩টি মোট ৫০টি ; আঞ্চলিক দল পাবে ৪৬টি ।

মধ্য ভারতে মোট আসন ৪০টি । কংগ্রেস একাই পাবে ২৩টি । বিজেপি পাবে ১৭টি । পূর্ব ভারতে মোট আসন ১১৭ টি । কংগ্রেস একা পাবে ১৪টি ; সহযোগীরা পাবে ২০টি । মোট ৩৪টি । বিজেপি একাই পাবে ১৭টি , সহযোগীরা পাবে ৯টি মোট ২৬টি । আঞ্চলিক দলগুলি পাবে ৫৭ টি আসন ।

উত্তরপূর্ব ভারতে মোট আসন ২৫টি । কংগ্রেস একাই পাবে ১০টি । বিজেপি পাবে ৮টি , সহযোগী দল পেতে পারে ২টি । আঞ্চলিক দল পেতে পারে ৫টি ।

আন্তর্জাতিক সমীক্ষক সংস্থার হিসেবে ৫৪৫ টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পাবে ২২১টি ; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ১৭২টি আসন । তবে কংগ্রেস এবং বিজেপি দুটি জাতীয় দলই ১৪১টি আসন করে পেতে পাবে বলে ওই সমীক্ষক সংস্থা দাবি করেছে ।

কংগ্রেস জোট ২২১ টি আসন পেলে তাদের পক্ষে সরকার গড়তে কোনো অসুবিধা হবে না । কারণ মমতা বন্দ্যোপাধ্যায় , মায়াবতী ও অখিলেশ যাদব সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল কংগ্রেসের জোটে নেই । ফলে এরা নিজেদের স্বার্থে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থন দেবে ।

 

 

 


শেয়ার করুন
  • 221
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − ten =