কলকাতা 

লোকসভা ভোটের আগে বড় স্বস্তি তৃণমূলের এখনই শুল্ক দফতরের হাজিরা দিতে হবে না অভিষেকের স্ত্রীকে নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে সাময়িক স্বস্তি পেলেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা ৷ সম্প্রতি বিমানবন্দর কান্ডে শুল্ক দফতর রুজিরা হাজিরা দেওয়া নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশের বিরুদ্ধে রুজিরা কলকাতা হাইকোর্টে মামলা করেন । হাইকোর্র সিঙ্গেল বেঞ্চ তাঁকে শুল্ক দফতরে হাজিরা দিতে বলেন । এই রায়ের বিরুদ্ধে তিনি ডিভিসন বেঞ্চ আবেদন করেন । সোমবার এই মামলা রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মহম্মদ নিজামুদ্দিনের  ডিভিশন বেঞ্চ বলেন , সমন জারি করার ক্ষেত্রে অনেকটা সময় দেরি করেছে শুল্ক দফতর অতএব এখনই হাজিরা না দিলেও চলবে ।

বিমানবন্দরে তৃণমূল যুব সভাপতির স্ত্রীর কাছ থেকে সোনা পাওয়া গিয়েছে৷ তাঁকে তল্লাশি করতে গেলে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ৷ এই খবরে সরগরম হয় রাজ্য রাজনীতি৷ শুল্ক দফতরের বিরুদ্ধে স্ত্রীকে হেনস্থার অভিযোগ করেন অভিষেক৷ তাঁর প্রশ্ন ছিল, ঘটনায় অভিযোগ দায়ের করতে ২২ তারিখ হয়ে গেল কেন? কেনই-বা সমন পাঠানো হল ২৬ তারিখ৷ শুল্ক দফতরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান রুজিরা নারুলা৷

Advertisement

শুল্ক দফতরের অভিযোগ ছিল, ঘটনার পরপরই বিধাননগর কমিশনারেটের পুলিশ বিমানবন্দরের মধ্যে ঢুকে পরে৷ তাদের কাজে বাঁধা দেয় পুলিশ৷ আদালতেও সেকথা জানায় শুল্ক দফতর৷ ঘটনার সময় সিসিটিভিতে ধরা রয়েছে বলেও জানানো হয়৷


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 16 =