কলকাতা 

রাজীব কুমারকে কেন গ্রেফতার করা হবে না সাত দিনের মধ্যে জানাতে বলল শীর্ষ আদালত

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সিবিআই-র পেশ করা গোপন নথি দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই ক্ষুদ্ধ হয়েছিলেন সাবেক কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে । সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন তারা কী চায় তা হলফনামা দিয়ে আদালতকে জানাক । সিবিআই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল সাবেক কলকাতা পুলিশ কমিশনার ও সিআইডি কর্তা রাজীব কুমারকে তারা হেফাজতে নিয়ে জেরা করতে চায় । কারণ রাজীব কুমার বাইরে থাকলে সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করছে ।

সিবিআই-র এই হলফনামার পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট রাজীব কুমারের কাছ থেকে জানতে চেয়েছে কেন তাকে গ্রেফতার করা হবে না । তা হলফনামা দিয়ে জানাতে হবে । এক সপ্তাহের মধ্যে তা জানাতেই হবে আদালতকে । আগামী সোমবার ১৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানী হবে বলে জানা গেছে ।

Advertisement

উল্লেখ্য, সারদা মামলার নথি নষ্ট করার অভিযোগ উঠেছিল রাজীব কুমারের বিরুদ্ধে। এনিয়ে জেরা করতে গত ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারের বাসভবনে যায় সিবিআই। সেখানে রাজীবের বাসভবনে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিস। এনিয়ে বিস্তর নাটক হয়। তদন্ত অসহযোগিতার অভিযোগ তোলে সিবিআই। পাশাপাশি তাকে গ্রেফতারের দাবিও করা হয় সুপ্রিম কোর্টে। সেই আবেদনে শীর্ষ আদালত জানিয়ে দেয় রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। পাশাপাশি তদন্তে সহযোগিতার করা নির্দেশ দেওয়া হয় রাজীব কুমারকে।

এদিকে, নিরপেক্ষ জায়গা হিসেবে শিলংয়ে নিয়ে গিয়ে জেরা করা হয় রাজীব কুমারকে। ওই জেরার কিছুদিন পরেই সিবিআই শীর্ষ আদালতে রাজীবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে। বলা হয় সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন রাজীব কুমার। এরপরই রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন করে সিবিআই। সেই মামলায় আজ ওই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 12 =