কলকাতা 

হাইকো্র্টের ডিভিসন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কো্র্টে যাচ্ছে কমিশন

শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ ই-মেলে মনোনয়ন করা প্রার্থীরা ২৩ এপ্রিল ৩টের মধ্যে কমিশন অফিসে ইমেল পাঠিয়ে  থাকলে তাদের মনোনয়নকে মান্যতা দিতে বাধ্য বলে মঙ্গলবার কলকাতা হাইকো্র্টের ডিভিসন বেঞ্চ যে ঐতিহাসিক রায় দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কো্র্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার কলকাতা হাইকো্র্টে প্রধান বিচারপতির এজলাসে নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং কবে নির্বাচন হবে সে বিষয়ে শুনানি হওয়ার কথা,কিন্ত সেই শুনানি হওয়ার আগেই কমিশন দেশের উচ্চ-আদালতে আবেদন করতে যাচ্ছে। সুপ্রিম কো্র্টে মামলা হলে তাতে এটা স্পষ্ট হবে যে,১৪ মে ভোট করা আর সম্ভব হবে না। জানা গেছে,মঙ্গলবারের কলকাতা হাইকো্র্টের ডিভিসন বেঞ্চের ই-মনোনয়ন নিয়ে যে রায় দিয়েছে তা কমিশন মেনে নিলে অন্যান্য রাজনৈতিক দলও একই পথে আবার আদালতে গিয়ে এই দাবি জানাবে। তাতে এমনিতেই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে বলে কমিশন মনে করছে।ইতিমধ্যেই বিজেপি জানিয়ে দিয়েছে,তারাও ই-মনোনয়নের দাবি নিয়ে আদালতে যাচ্ছে।


শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 8 =