জেলা 

নির্বাচন কমিশনের নজিরবিহীন সিদ্ধান্ত কোচবিহার লোকসভা কেন্দ্রে দুজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশন কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য ২জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে । রাজ্যের মধ্যে কোচবিহার-ই প্রথম, যেখানে একটি কেন্দ্রের জন্য ২ জন পুলিস অবজার্ভার নিয়োগ করা হল। পাশাপাশি, আলিপুরদুয়ার কেন্দ্রের জন্যও পৃথক পুলিস অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ১১ এপ্রিল প্রথম দফার ভোটের ২ কেন্দ্রের জন্য ৩ জন পুলিস পর্যবেক্ষক নিয়োগ করা হল।

উল্লেখ্য, কমিশন আগেই জানিয়েছিল , যে সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যের ৬ লোকসভা কেন্দ্রের উপর বিশেষ নজর দেওয়ার জন্য আলাদা করে পর্যবেক্ষক ‍নিয়োগ করা হবে । সেই ছটি কেন্দ্র হল রায়গঞ্জ, মুর্শিদাবাদ, রানাঘাট, কলকাতা উত্তর, শ্রীরামপুর, আসানসোল- এই ৬টি কেন্দ্রকে নির্বাচন কমিশন এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে।

Advertisement

এবার ভোটে রাজ্যে ২৪ জন পুলিস অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে ওই ৬টি কেন্দ্রের প্রত্যেকটিতে ১ জন করে পুলিস অবজার্ভার থাকবেন। বাকি ৩৬টি কেন্দ্রের দায়িত্বে মোট ১৮ জন পুলিস অবজার্ভার থাকার কথা জানিয়েছিল কমিশন। অর্থাৎ, সেক্ষেত্রে  ২টি করে কেন্দ্র পিছু একজন করে পুলিস পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সেই অনুযায়ী প্রথম দফার ভোটের ২টি কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারের জন্য একজন পুলিস পর্যবেক্ষক থাকার কথা ছিল। কিন্তু এদিন সকালেই কমিশন জানায়, কোচবিহার ও আলিপুরদুয়ারের জন্য আলাদা আলাদা পুলিস পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। ১৯৯১ ব্যাচের আইপিএস অলোক কুমার রায়কে কোচবিহারের পুলিস পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার কথা জানায়। পরে সন্ধ্যায় কোচবিহার কেন্দ্রের জন্য আরও একজন পুলিস পর্যবেক্ষকের নাম পাঠায় কমিশন। কে জগদেশন হলেন কোচবিহার কেন্দ্রের জন্য নিযুক্ত দ্বিতীয় পুলিস অবজার্ভার।

প্রসঙ্গত, সম্প্রতি স্পেশাল পুলিস অবজার্ভার  বিবেক দুবে শিলিগুড়ি যান। সেখানে পুলিস পর্যবেক্ষক ও সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর তারপরই এদিন দুই কেন্দ্রের জন্য আলাদা আলাদা ও কোচবিহারের জন্য ২ জন পুলিস পর্যবেক্ষকের নিয়োগের সিদ্ধান্ত নিল কমিশন। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 2 =