কলকাতা 

বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানীর বক্তব্যকে স্বাগত জানালেন মমতা

শেয়ার করুন
  • 79
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপির বর্ষীয়ান নেতা ও অন্যতম প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আডবাণী একটি মন্তব্য পোস্টকে ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। এ দিন আডবাণীর  মন্তব্য প্রকাশের পরই তাকে  স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন আডবাণী নিজের ব্লগে উঠে এসেছে অতীত থেকে বর্তমানের তুলনামূলক স্মৃতিচারণা। তিনি লিখেছেন, ”বিজেপির জন্ম থেকে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের শত্রু হিসেবে দেখিনি, বরং বিরোধী ভেবেছি”।

Advertisement

একই সঙ্গে তিনি লিখেছেন, ”আমাদের জাতীয়তাবাদ কখনও বিরোধীদের ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া নয়। ব্যক্তিগত পরিসর ও রাজনৈতিক স্তরে মতপ্রকাশের স্বাধীনতার প্রতি দায়বদ্ধ দল”।

এর পরই আডবাণীর মন্তব্যকে উদ্দেশে টুইট করে মমতা লেখেন, “বিজেপির প্রতিষ্ঠাতা, জনক তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীজি গণতান্ত্রিক সৌজন্যে প্রসারিত করার বিষয়টি উল্লেখযোগ্য হিসাবে বর্ণনা করেছেন। যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল বিরুদ্ধে মত পোষণ করে তারা দেশ-বিরোধী নয়। আমরা তাঁর বক্তব্যকে স্বাগত জানাই এবং তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা অটুট”।

 


শেয়ার করুন
  • 79
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − six =