দেশ 

“সিপিএম শত্রূ নয়। ওরা আমাকে আক্রমণ করলেও আমরা সিপিএম-কে আক্রমণ করব না” রাহুল গান্ধীর এই মন্তব্যের পর ব্যাক ফুটে সিপিএম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কেরলে কংগ্রেস প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষনা হওয়ার পর থেকে বাম-কংগ্রেসের সর্ম্পক তলানি গিয়ে ঠেকে । বামেরা রাহুলকে তীব্র ভাষায় আক্রমণ করেন । প্রকাশ কারাত থেকে ভি এস অচ্যুতানন্দ সবাই রাহুলকে টার্গেট করেন । এমনকি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও রাহুল গান্ধীকে আক্রমণ করেন ।

বৃহস্পতিবার বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে সঙ্গে নিয়ে ওয়েনাড়ে মনোনয়ন পত্র দিলেন রাহুল গান্ধী । বিশাল সমর্থক বাহিনী নিয়ে পদযাত্রার পর মনোনয়ন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরলের শাসক দল সিপিএমের উদ্দেশেও দিলেন বার্তা।

Advertisement

এ দিন রাহুল বলেন, “আমি মনে করি না, এই মুহূর্তে সিপিএম আমাদের শত্রু। দেশের সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখেই ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। সেই জায়গা থেকে সিপিএমকে শত্রু ভাবার মতো কারণই নেই”।

যদিও গত রবিবার কংগ্রেসের তরফে ওয়েনাড়ে রাহুলকে প্রার্থী করার ঘোষণার পর থেকেই সমানে আক্রমণ শানিয়ে চলেছেন সিপিএমের রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব। সে দিনই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দলের উদ্দেশে বার্তা দিতে বলেন, “রাহুল গান্ধীর পরাজয় নিশ্চিত করতে হবে”।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন, “কেরলে বিজেপির বিরুদ্ধে নয়, রাহুল প্রতিদ্বন্দ্বিতা করছেন বামেদের বিরুদ্ধে”।

অন্য দিকে প্রবীণ সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দন কটাক্ষের স্বরে রাহুলকে বলেছেন, “আমুল বেবি”।

এর পরেও মনোনয়ন জমা করার পর রাহুল বলেন, “সিপিএম শত্রূ নয়। ওরা আমাকে আক্রমণ করলেও আমরা সিপিএম-কে আক্রমণ করব না”।

রাহুল গান্ধীর এই রাজনৈতিক বক্তব্যের পর সিপিএম শুধু কেরলে নয় , সমগ্র দেশের রাজনীতিতে যে কোনঠাসা হয়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না । মনে করা হচ্ছে সিপিএমের আত্মঘাতী মন্তব্যের প্রভার এবার কেরলেও পড়ার সম্ভাবনা রয়েছে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 15 =