জেলা 

তাপসি মালিকের পরিবারকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি,সিঙ্গুর আন্দোলন নিয়ে নতুন কথা শোনালেন মুকুল রায়

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ সিঙ্গুর আন্দোলন নিয়ে কার্যত ভুল স্বীকার করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি প্রায় একশো আশি ডিগ্রি পাল্টে খেয়ে মঙ্গলবার সাংবাদিকদের বললেন,সিঙ্গুর আন্দোলন সিঙ্গুর নিয়ে রাজনীতি করা উচিত হয়নি। বর্ষীয়ান এই রাজনীতিবিদ আরও বলেন,তাপসি মালিক ছিল পরিবর্তন আন্দোলনের অন্যতম প্রতীক। তার পরিবারের প্রতি সুবিচার করা উচিত ছিল রাজ্যের বর্তমান শাসক দলের। তিনি আরও বলেন,সিঙ্গুরের জমি এখন আর চাষের উপযুক্ত নয়।এই জমিতে চাষ হওয়া সম্ভব নয়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমিও জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্ত তখন আমরা অনিচ্ছুক চাষীদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছি। ইচ্ছুক চাষীদের কথা ভাবিনি। এখন এ সব দেখে মনে হচ্ছে সিঙ্গুর নিয়ে রাজনীতি করা হয়েছে মাত্র। সাংবাদিকদের আরএকটি প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন,তাপসি মালিকের বাবাকে আজ নির্দল প্রার্থী হিসেবে লড়তে হচ্ছে এটা শাসক দলের পক্ষে খুব একটা ভাল সংকেত নয়। এই তাপসি মালিককে পরিবর্তন আন্দোলনের অন্যতম মুখ করা হয়েছিল,তার মৃতদেহকে নিয়ে রাজনীতি করেই আজকের শাসক দল ক্ষমতাসীন হয়েছে।

সম্প্রতি অরুপ বিশ্বাস হুগলিতে নির্বাচনী প্রচারে গিয়ে তাপসি মালিক সম্পর্ক-এ বলেছিলেন তার পরিবারকে মা-মাটি -মানুষের সরকার অনেক কিছু দিয়েছে।এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুল রায় বলেন, উনি হয়তো তাপসি মালিক পরিবারের বিষয়ে কিংবা আন্দোলনের বিষয়ে কিছুই জানেন না। উল্লেখ্য মঙ্গলবার মুকুল রায় নির্বাচনী প্রচারে সিঙ্গুর গিয়েছিলেন।

Advertisement

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 2 =