জয়নগরে শাসক তৃণমূল ও সিপিএম থেকে কয়েকশো কর্মী যোগ দিল কংগ্রেসে
বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগণার তৃণমূলের শক্ত ঘাঁটিতে এ বার তৃণমূল ও সিপিএম থেকে যুব কংগ্রেসে যোগদান করলেন শতাধিক নেতা–কর্মী।
বৃহস্পতিবার সকালে জয়নগর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রাথী তপন মণ্ডলের উপস্থিতিতে বহড়ুতে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁদের হাতে যুব কংগ্রেসের পতাকা তুলে দেন তপনবাবু।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা, যুব, মহিলা ও সংখ্যালঘু সেলের নেতৃবৃন্দ। ময়দা, মায়াহাউড়ি, সাহাজাদাপুর ও বেলেদুর্গানগর গ্রাম পঞ্চায়েতের আতাউর রহমান সরদার, ইসমাইল, কার্তিক, মুরসেলিন, রাজ্জাক–সহ বেশ কয়েক জনের নেতৃত্বে এই দলবদল বলে জানিয়েছেন জেলা যুব কংগ্রেস সভাপতি তারিক আনোয়ার। তৃণমূল এবং সিপিএম থেকে কংগ্রেসে যোগ দেওয়া শতাধিক নেতা–কর্মীও দলবদল করে খুশি বলে জানান সংবাদ মাধ্যমের কাছে।