জেলা 

শেখ হাসিনা ও শমির্লাকে সাম্মানিক ডি-লিট দিচ্ছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং অভিনেত্রী শমির্লা ঠাকুরকে সাম্মানিক ডি-লিট প্রদান করার সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় উপাচার্য সাধন চক্রবর্তী জানিয়েছেন। আগামী ২৬ মে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে সূত্রে জানা গেছে, এই সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম হাসিনা কাজী নজরুল ইসলাম নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় থেকে এই সাম্মানিক ডিগ্রি নিতে রাজী হয়েছেন। তিনি ২৬মে বিশ্ববিদ্যালয়ে আসার পাশাপাশি বিদ্রোহী কবির জন্মভিটা চুরুলিয়াতেও যাবেন। প্রায় ১৯ বছর পর বেগম হাসিনা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটায় যাবেন। শমির্লা ঠাকুরও আসানসোলেই পড়াশোনা করেছেন। তাঁর বাবার চাকরির সূত্রে শমির্লার ছেলেবেলা আসানসোলে কেটেছে। সেই সূত্রে আসানসোলের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিঞ্জানী ড.এস.এম ইউসুফকে ডিএসসি ডিগ্রি প্রদান করা হবে বলে উপাচার্য সাধন চক্রবর্তী জানিয়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + 20 =