আন্তর্জাতিক 

হোয়াইটঅ্যাপস নতুন এক ফিচার এনেছে ; কী সুবিধা দেবে এই ফিচার জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আপনি চাইলে আপনার মোবাইলে থাকা যেকোনো নম্বরকে যুক্ত করা যাবে না হোয়াটসঅ্যাপে গ্রুপে। এমনই ফিচার এনেছে হোয়াইটঅ্যাপস। সেজন্য সেটিংসে গিয়ে কিছু বদল করতে হবে ব্যবহারকারীকে। তার পর তাকে আর সরাসরি কোনও গ্রুপে অ্যাড করতে পারবে না কেউ। বদলে তাঁর কাছে যাবে একটি ইনভিটেশন।

ফিচারটি চালু করতে আপনাকে যেতে হবে Settings > Account > Privacy > Groups-এ সেখানে মিলবে তিনটি অপশন। “Nobody,” “My Contacts,” ও “Everyone.”। ‘Everyone’ সিলেক্ট করলে আপনাকে গ্রুপে সরাসরি অ্যাড করতে পারবে যে কেউ। ‘মাই কনট্যাক্টস’ সিলেক্ট করলে শুধু মাত্র আপনার কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই আপনাকে সরাসরি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে। ‘Nobody’ সিলেক্ট করলে আপনাকে সরাসরি কোনও গ্রুপে অ্যাড করতে পারবে না কেউ। বদলে আপনাকে শুধুমাত্র গ্রুপে যোগদানের ইনভিটেশন পাঠাতে পারবে। ইনভিটেশন অ্যাকসেপ্ট করে আপনাকে যোগ দিতে হবে সেই গ্রুপে।

Advertisement

ইতিমধ্যে বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপে এই ফিচার দেওয়া হয়েছে। মূলত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যে সমস্ত গ্রুপ থেকে ভুয়ো খবর ছড়ানো হয় তাদের রুখতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 7 =