দেশ 

জনতার রায়েই কর্ণাটকে সরকার গড়বে কংগ্রেসঃ সোনিয়া গান্ধী

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ভাল অভিনেতা। তিনি অভিনয় করে সাধারণ মানুষের মন জয় করতে চাইছেন। তাঁর হাত-পা ছুড়ে অভিনয়ের ঢঙে বক্তব্য শুনে দেশের গরীব মানুষের পেট ভরবে না। তিনি শুধু ভাষণবাজী করে গেছেন,দেশের উন্নয়নে কোন কাজ করেননি। আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এই মন্তব্য করেন। তিনি ,বলেন,২০১৪ সালে নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত ভারত গড়ার আহ্বান জানিয়েছিলেন তা তিনি করে দেখাতে পারেননি। এখনও দেশের মানুষ কংগ্রেসের প্রতি বেশি আস্থাশীল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মোদিজির সমালোচনা করে তিনি বলেন,প্রধানমন্ত্রী দূর্নীতি মুক্ত ভারত গড়ার কথা বলেছিলেন আজ তিনিই দূর্নীতির সঙ্গে আপোষ করে চলেছেন।

কর্ণাটক বিধানসভা নির্বাচন দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর মাত্র চারদিন পর এই রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে।এই রাজ্যের জয়-পরাজয়ের ওপর দেশের রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে যেতে পারে। কংগ্রেস যদি কর্ণাটকে পুনরায় ক্ষমতায় আসতে পারে তাহলে বিজেপি বিরোধী জোট কংগ্রেসের নেতৃত্বেই গঠিত হবে। আর যদি বিজেপি এই রাজ্যে জয়ী হয় তাহলে আগামী ২০১৯ -র লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিজয় রথকে আর থামানো যাবে না। রাজনৈতিক এই সমীকরণের দিকে লক্ষ্য রেখেই অসুস্থ শরীর নিয়েও সোনিয়া গান্ধী আজ কর্ণাটকে নির্বাচনী প্রচারে অংশ নেন। প্রচারে তিনি সাধারণ জনতার উদ্দেশে বলেন,কর্ণাটক রাজ্যে কংগ্রেস দল যে উন্নয়ন করেছে তার প্রভার ভোটারদের মধ্যে পড়বে। কর্ণাটকে বিজেপি-র বিভেদ রাজনীতি কাজ করবে না বলে সোনিয়া গান্ধী প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন,প্রধানমন্ত্রীর ভাষণবাজী মানৃুষ ধরে ফেলেছে,সুতরাং বিজেপি-র পরাজয় এক প্রকার নিশ্চিত। কারন,মোদিজির ভাষণে নাটক আছে,অভিনয় আছে ঠিকই সেই অভিনয়ে গরীবের খালি পেট ভরবে না। কংগ্রেসই একমাত্র গরীবের জন্য কিছু করতে পারে।খাদ্য-সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বা্র্থে একমাত্র কংগ্রেসই কাজ করেছে আগামী দিনেও করবে। কংগ্রেস সরকারের পরিষেবায় কর্ণাটকের মানুষ খুশি বলে সোনিয়াজি দাবি করেন।

Advertisement

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × two =