দেশ 

লালু-পুত্রের বিদ্রোহে অস্বস্তিতে আরজেডি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লালপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব এবার দলের বিরুদ্ধে বিদ্রোহ করে আলাদা মোর্চা গড়ে তুললেন । কয়েকদিন ধরেই তিনি নানা কথা বলছিলেন । কিন্ত একেবারে নতুন মোর্চা তৈরি করে ফেলবেন এটা কেউ আঁচ করতে পারে না ।

দলের পদ ছেড়ে নতুন ‘মঞ্চ’ তৈরি করছেন লালুপ্রসাদের বড়ছেলে তেজপ্রতাপ যাদব। তাঁর নতুন সংগঠনের নাম দিয়েছেন ‘লালু-রাবড়ী মোর্চা’। আগামী নির্বাচনে এই মোর্চা বিভিন্ন আসনে প্রার্থী দিতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। আজ বিকেলে মোর্চা তৈরির সিদ্ধান্ত ঘোষণা করার পরে তেজপ্রতাপ ভাই তেজস্বীকেও আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘‘স্তাবকেরা তেজস্বীকে ঘিরে রেখেছে।’’ আরজেডি নেতৃত্ব এ ব্যাপারে নীরব।

Advertisement

সোমবার তেজপ্রতাপ বলেন, ‘‘আরজেডিতে নিষ্ঠাবান নেতাদের কথা কেউ শোনে না। দল যদি সমীক্ষা করে তাহলে সব সামনে আসবে।’’ কৌরব-পাণ্ডবদের কথা উল্লেখ করে তেজপ্রতাপ বলেন, ‘‘আমি তো দু’টো আসন চেয়েছিলাম। আমাকে তার কোনও জবাবই দেওয়া হয়নি। যাঁরা সারাজীবন দল করলেন, সুখে-দুঃখে থাকলেন তাঁরা টিকিট পেলেন না। দল বহিরাগতকে টিকিট ধরিয়ে দিল।’’ দলের বেশ কিছু বিক্ষুব্ধ নেতা তেজপ্রতাপের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানা গিয়েছে।

পরিবারের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিয়েছেন তেজপ্রতাপ। নির্বাচনে লালু পরিবারের কলহ নিয়ে রীতিমতো জেরবার আরজেডি নেতা কর্মীরা। এখন দেখার পরিবারের অভ্যন্তরীণ লড়াই কী ভাবে সামাল দেন লালুপ্রসাদ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 − nine =