দেশ 

শত্রূঘ্ন সিনহা কার পরামর্শে কংগ্রেসে যোগ দিচ্ছেন জানেন কী ? জানতে হলে ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আগামী ৬ এপ্রিল দিল্লিতে এআইসিসি সদর দফতরে বিজেপির পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ অভিনেতা শত্রূঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দেবেন বলে ঠিক হয়েছে।ওই দিন রাহুল গান্ধী তাঁকে দলে স্বাগত জানাবেন । কিন্ত বিহার কিংবা দেশের অন্য কোনো ধর্মনিরপেক্ষ দলে যোগ দিতেই পারতেন । সেক্ষেত্রে তাঁর জেতার কোনো সমস্যা হত না । তা না করে কেন কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন বিজেপির এই তারকা সাংসদ ?

সে রহস্য স্পষ্ট করলেন তিনি । দীর্ঘদিনের পারিবারিক বন্ধু লালুপ্রসাদ যাদব  তাঁকে কংগ্রেসে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন বিহারের পাটনা সাহিবের এই সাংসদ।

Advertisement

রবিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ বিষয়ে খোলসা করেছেন শত্রূঘ্ন। তিনি জানিয়েছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সপা প্রধান অখিলেশ যাদব এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল-সহ একাধিক নেতা তাঁকে নিজেদের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।

কিন্তু, তাঁকে কংগ্রেসে যোগ দিতে বলেছিলেন স্বয়ং পারিবারিক বন্ধু লালুপ্রসাদ। কংগ্রেসকে ‘প্রকৃত অর্থে’ জাতীয় দল বলেও মন্তব্য করেছেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন, যাই হয়ে যাক তিনি এই নির্বাচনে বিহারের পাটনা সাহিব কেন্দ্র থেকেই লড়াই করবেন।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 1 =