কলকাতা 

সোমেন মিত্রের অনুরোধ মেনে এরাজ্যে প্রচারে আসছেন প্রিয়াংকা গান্ধী , আসছেন আজহারউদ্দিন , নভজ্যোৎ সিং সিধু

শেয়ার করুন
  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বারের লোকসভা ভোটে কংগ্রেসের সাধারন সম্পাদক প্রিয়াংকা গান্ধী বাংলায় প্রচারে আসছেন বলে জানা গেছে । কমকরে তিনি এই রাজ্যে দুটি নির্বাচনী জনসভা করবেন । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অনুরোধে এআইসিসি প্রিয়াংকাকে এই রাজ্যে ভোট প্রচারের জন্য মনোনীত করেছে বলে জানা গেছে ।

কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে খবর, গত শনিবার মালদহের চাঁচলে জনসভা করে ফেরার পর রাহুল গান্ধীর নির্দেশেই পশ্চিমবঙ্গে দলের তারকা প্রচারক বা স্টার ক্যাম্পেনারএর তালিকায় রাখা হয়েছে প্রিয়াংকার নাম। উল্টো দিকে পশ্চিমবঙ্গে আসার ব্যাপারে তাঁর নিজেরও যথেষ্ট উৎসাহ রয়েছে। তবে প্রচারের সফরসূচি নির্দিষ্ট নাহওয়া পর্যন্ত তাঁর বাংলায় আসার দিনক্ষণ সম্পর্কে বিশদ জানানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব।

Advertisement

পূর্ব উত্তরপ্রদেশের লোকসভা কেন্দ্রগুলির প্রচারের ক্ষেত্রের মূল ভূমিকা তাঁরই। অন্য দিকে মা এবং দাদার কেন্দ্রেও তাঁদের অনুপস্থিতিতে যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন প্রিয়াংকাই। নির্বাচন কমিশনের কাছে পাঠানো দলের তারকা প্রচারকের তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। যেখানে প্রিয়াংকা ছাড়াও রয়েছেন কংগ্রেসের চার মুখ্যমন্ত্রী কমলনাথ, অমরিন্দর সিং, অশোক গেহলত এবং ভূপেশ বাঘেল। তাঁরাও বাংলায় লোকসভা ভোটের প্রচারে অংশ নেবেন বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পাশাপাশি রয়েছেন দুই প্রাক্তন ক্রিকেটারনভজ্যোৎ সিং সিধু এবং মহম্মদ আজহারউদ্দিন। 

একই সঙ্গে তারকা প্রচারক তালিকায় রয়েছে সোনিয়া গান্ধী, মনমোহন সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও। তবে কংগ্রেসের এই তারকা প্রচারকরা কে, কবে, কোথায় সভা করবেন, সে বিষয়ে চূড়ান্ত তালিকা এখনও প্রস্তুত হয়নি বলেই জানা গিয়েছে।

 


শেয়ার করুন
  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 − seven =