জেলা 

“বিজেপিকে কেউ আটকাতে পারবে না। বাংলায় এবার ২৩টা আসন জিতবে বিজেপি ; মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়ে গেছে : অমিত শাহ

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি সভাপতি অমিত শাহ আবার তৃণমূল এবং দলের প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন । তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সময় শেষ’ হয়ে গিয়েছে। শুক্রবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভা থেকে এই বলে হুঙ্কার দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। চ্যালেঞ্জ ছুঁড়লেন, এবার নির্বচনে বিজেপিকে কেউ আটকাতে পারবে না। বাংলায় এবার ২৩টা আসন জিতবে বিজেপি।

এদিন সভার শুরুর থেকেই চড়া সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত। বলেন, “মা-মাটি-মানুষের সরকারের স্লোগানে আজ ভরসা নেই কারোর। তৃণমূল কংগ্রস মানে তোলাবাজি, টোলট্যাক্স আর সিন্ডিকেট। এখানে সব কিছুর জন্য তোলা দিতে হয়।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিজেপি সভাপতির হুঙ্কার, “তৃণমূলকে এবার শিকড় সুদ্ধু উপড়ে ফেলার সময় এসেছে। আপনার সময় শেষ মমতাদিদি। এবার তৃণমূলের হার নিশ্চিত।” চিনি চ্যালেঞ্জ ছোঁড়েন, “বিজেপিকে কেউ আটকাতে পারবে না। বাংলায় এবার ২৩টা আসন জিতবে বিজেপি।

Advertisement

আলিপুরদুয়ারের সভা থেকে অমিত শাহ তোপ দাগেন, “যে বাংলায় রবীন্দ্রনাথের গান, চৈতন্যদেবের কীর্তন শোনা যেত, এখন সেই বাংলাতেই বোমার আওয়াজে ভরে উঠেছে। বাংলায় গণতন্ত্র, সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস।” বাংলার মানুষরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলেও অভিযোগ করেন তিনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই বাংলায় পরিবর্তন, নতুন দিন আসবে বলে ভরসা যোগান তিনি। বলেন,” এখানে অবাধ ও সুষ্ঠু ভোটের চেষ্টা করছে কমিশন। বাংলার জন্য এই নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই।”

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + one =