দেশ 

স্বচ্ছ ভারত গড়ার কারিগর মোদীজির দলের জাতীয় নেতার বিরুদ্ধে মন্ত্রীর সই জাল করে চাকরি দেওয়ার নামে ২.১৭ কোটি টাকার প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের ; অস্বস্তিতে পদ্ম শিবির

শেয়ার করুন
  • 63
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্বচ্ছ ভারত গড়ার শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্ত তাঁর দলের অন্যতম জাতীয় নেতার বিরুদ্ধে মন্ত্রী সই জাল করার অভিযোগ উঠেছে । এই স্বচ্ছ ভারত কী মোদজি গড়তে চেয়েছিলেন ? না অভিযোগ পাপ্পু কিংবা পাপ্পি নন , অভিযোগ একজন সাধারন মানুষ । আর অভিযোগ করা হয়েছে আদালতে । সাংবাদিকদের কাছে কাছে নয় । সুতরাং অভিযোগের নেপথ্যে যথেষ্ট প্রমাণ রয়েছে । এরপর কী বলবেন মোদী শাহ? সর্বভারতীয় এক সংবাদ-মাধ্যমের খবর অনুসারে জানা গেছে ।

দেশের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের সই জাল করার অভিযোগ উঠেছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক পি মুরলীধর রাওয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, মন্ত্রীর সই জাল করে এক দম্পতিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ওই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। লোকসভা ভোটের মুখে যে ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পদ্ম শিবির।

Advertisement

২০১৬ সালের অক্টোবর মাসে বাণিজ্য মন্ত্রকে চাকরি দেওয়ার নামে এক দম্পতির থেকে ২.১৭ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে মুরলীধরের বিরুদ্ধে। সেসময় বাণিজ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। এ ঘটনায় মুরলীধর রাওয়ের ঘনিষ্ঠ কিশোর রাও-সহ আরও ৭ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে সারুরনগর থানায়। প্রতারণার অভিযোগ নিয়ে স্থানীয় আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি। আদালতের নির্দেশেই থানায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগপত্রে জানানো হয়েছে, ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার জাল লেটারহেডে তৎকালীন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণের সই জাল করেছেন মুরলীধর।

এ ঘটনা প্রসঙ্গে অভিযোগকারিণী টি প্রবার্না রেড্ডি জানিয়েছেন, রাওয়ের ঘনিষ্ঠ বন্ধু ঈশ্বর রেড্ডি তাঁকে ও তাঁর স্বামীর কাছে ফার্মেক্সলের ডিরেক্টর পদে চাকরির জন্য প্রস্তাব দেন। ঈশ্বর রেড্ডিই তাঁদের নির্মলা সীতারমণের সই করা চিঠি দেখিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এজন্য তাঁদের থেকে ২.১৭ কোটি টাকা নেন বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু টাকা নেওয়ার পর চাকরি দেওয়া নিয়ে টালবাহানা শুরু হয়। এরপর ঈশ্বর দত্ত টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন। কিন্তু গত ২ বছরে এখনও তাঁদের টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

 


শেয়ার করুন
  • 63
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 1 =