দেশ 

বিস্কুট চুরির অপরাধে ক্যাম্পাসেই খুন করে ছাত্রের দেহ পুঁতে দিল স্কুল কর্তৃপক্ষ , উত্তরাখন্ডের এক আবাসিক স্কুলের বিরুদ্ধে অভিযোগকে ঘিরে চাঞ্চল্য

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিস্কুট চুরির অপরাধে  উঁচু ক্লাসের দাদাদের হাতে বেদম মার খেয়ে মৃত্যু হয় একই স্কুলের ১২ বছরের এক ছাত্রের। আর এটাকে ধামাচাপা  দিতে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি ক্যাম্পাসেই পুঁতে দিয়েছে তার দেহ! এরকমই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডের ঋষিকেশের কাছের এক স্কুলের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মাসের শুরুতে চিলড্রেনস অ্যাকাডেমি নামে ওই স্কুলের ছাত্রদের বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। সেইসময়ই বাসু যাদব ১২ বছরের ছাত্র একটি দোকান থেকে ১ প্যাকেট বিস্কুট চুরি করে ধরা পড়ে যায়। শাস্তি হিসেবে স্কুল কর্তৃপক্ষ ক্যাম্পাসের বাইরে যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন। রাণিপোকরি থানার এসআই পিডি ভাট জানিয়েছেন, এতেই উঁচু ক্লাসের ছাত্রদের ক্ষোভ জন্মেছিল বাসু যাদবের উপর। এরপরই গত ১মার্চ বিকেলে বাসুকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা একটি ক্লাসরুমে বন্ধ করে ক্রিকেট ব্য়াট ও উইকেট দিয়ে বেধাড়ক পেটায়। শুধু তাই নয় স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তার গায়ে হিম শীতল জলও ঢেলে দেওয়া হয়। এরপর তাকে গুরুতর অবস্থায় ফেলেই তারা সেখান থেকে চলে যায়। বেশ কয়েক ঘন্টা ওই অবস্থায় পড়ে থাকার পর হোস্টেলের ওয়ার্ডেন তাকে ওই অবস্থায় খুঁজে পান। হাসপাতালে নিয়ে গেলে বাসু যাদবকে মৃত ঘোষণা করা হয়।

Advertisement

কিন্তু, এখানেই বীভৎসতা শেষ হয়নি। উত্তরাখণ্ডের শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রধান ঊষা নেগি-র অভিযোগ, অপরাধ গোপন করতে স্কুল কর্তৃপক্ষ সেই রাতেই বাসুকে ক্যাম্পাসেই এক জায়গায় মাটিতে পুঁতে ফেলেন। বাসুর বাবা-মা হাপুরে থাকেন। তার বাবা পাপ্পু যাদব জানিয়েছেন বাসুর দেহ মাটির নিতে পুঁতে ফেলার পর তাঁকে খবর দেওয়া হয়েছিল। বলা হয়েছিল খাদ্যে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

পাপ্পু যাদবের অভিয়োগের ভিত্তিতেই পুলিশ তদন্থ শুরু করেছে। দেরাদুনের এসএসপি নিবেদিতা কুক্রেতি জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্টে অভ্যন্তরীণ জখমেই মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত, দুই ছাত্রসহ পাঁচ ব্যক্তিকে এই ঘটনায় আটক করা হয়েছে।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 − two =