আন্তর্জাতিক 

বাংলাদেশের অভিজাত আবাসনে আগুন , শতাধিক মানুষ আটকে আছে ; দমকল আগুন নেভানোর কাজ করছে

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আবার বাংলাদেশের বহুতলে আগুন। রাজধানী ঢাকার বনানীতে এফআর টাওয়ার নামে একটি বহুতলে বিধ্বংসী আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, সেখানে শতাধিক মানুষের আটকে থাকার সম্ভাবনা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বিশাল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দফতর।

জীবন বাঁচাতে বেশ কয়েকজন উঁচু থেকে লাফ দিয়েছেন বলে জানা যাচ্ছে। আগুন লাগা এফআর টাওয়ারের বিভিন্ন তলার জানালা থেকে হাত বাড়িয়ে উদ্ধারের আকুতি জানাতে দেখা গেছে আটকে পড়া ব্যক্তিদের। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

Advertisement

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্রত্যক্ষদর্শীদের মতে, এফআর টাওয়ারে আগুন লাগার পর ভবন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এফআর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। ভবনটি ১৭ তলা। এফআর টাওয়ারের অষ্টম তলায় প্রথম আগুন লাগে বলে জানা গেছে। তবে কারণ সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয়। আপাতত ভেতরে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে।

গার্মেন্টের বায়িং হাউজ ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস, বিক্রয় কেন্দ্র, রেস্তোরাঁ ও একটি কনভেনশন সেন্টার রয়েছে ওই ভবনে। সেসব প্রতিষ্ঠানে মোটামুটি কত মানুষ কাজ করেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। এফআর টাওয়ারের তৃতীয় তলায় রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের একটি শাখা। পাশের ভবন আওয়াল সেন্টারে রয়েছে বেসরকারি কুইনস বিশ্ববিদ্যালয়ের অফিস।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen + 15 =