কলকাতা 

মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে দাঁড়িয়ে বললেন “ ভরসা রাখুন , আস্থা রাখুন , আপনাদের জন্য প্রয়োজনে বদলাবে আইন “ ২৮ দিনের অনশন শেষ!

শেয়ার করুন
  • 82
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকালই বাংলার জনরব নিউজ পোর্টাল প্রথম খবর করেছিল কালই সমাধান হতে পারে এসএসসি-র অনশনকারীদের সমস্যার । কার্যত তাই হল । আজ বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় ইসতেহার প্রকাশ করার পরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সরাসরি পৌছে যান অনশন মঞ্চে । মানবিক মুখ্যমন্ত্রীর এই আচরণে অভিভূত হয়ে পড়েন চাকরি প্রার্থীরা ।  তিনি আশ্বাস দেন ভরসা রাখুন , আস্থা রাখুন আপনাদের জন্য প্রয়োজন হলে আইন বদলানো হবে । তবে নির্বাচনী বিধি থাকার কারণে কোনো ঘোষণা এদিন মুখ্যমন্ত্রী করেননি । তিনি অনশনকারীদের বলেন নির্বাচন বিধি থাকার কারণে আপনাদের কাছে কোনো ঘোষণা এখনই করতে পারছি না । জুনের প্রথম সপ্তাহে সমস্যা হাল হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন ।

আসন্ন লোকসভার আগে দলীয় ইস্তেহার প্রকাশ করে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানে জোর দিয়েছেন। আর তারপরই তিনি সটান ছুটে এসেছেন এসএসসি প্রার্থীদের ধরনা মঞ্চে। মুখ্যমন্ত্রীকে দেখেই এসএসসি প্রার্থীরা তাঁর পা জড়িয়ে ধরেছেন। একটা কোনও সুরাহা করার আর্জি জানিয়েছেন।

Advertisement

মুখ্যমন্ত্রী তখনই তাঁদের আশ্বস্ত করে জানান, আপনারা যে রাজনৈতিক দলেরই সমর্থন হোন না কেন, আপনাদের সবার জন্যই আমার সহানুভূতি রয়েছে। আপনাদের বিষয়টি বিবেচনা করা হবে। এখন নির্বাচনী বিধি রয়েছে, নির্বাচনের পরই বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কেউই বঞ্চিত না হন। তিনি বলেন, ভরসা রাখুন সমাধান হবে। পার্থ চট্টোপাধ্যায়কে পদক্ষেপ নিতে বলেন। জুনের প্রথম সপ্তাহেই পদক্ষেপ নেবে সরকার। প্রয়োজনে আইনে বদল আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেই ২৮ দিনে অনশন কর্মসূচি প্রাসঙ্গিতা শেষ হয়েছে । বাংলার জনরব নিউজ পোর্টাল গতকালই বলেছিল কালই সমাধান হতে পারে । আমাদের খবরেই শেষ পর্যন্ত শিলমোহর পেল । যদিও কয়েকটি সংগঠন আমাদের এই খবরকে ভূয়ো বলেছিল তারা আজ কী বলবেন ? আসলে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যাইহোক এমন কোনো পদক্ষেপ নেবেন না যা অমানবিক এই বিশ্বাস আমাদের আছে । তাই ২৮ দিনেই সমাধান হল এসএসসি-র চাকরি প্রার্থীদের দাবি ।

 


শেয়ার করুন
  • 82
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + four =