কলকাতা 

একটা মেয়াদ উত্তীর্ণ সরকারের তড়িঘড়ি এই মিশন কার্যকর করে ঘোষণার কোনও প্রয়োজন ছিল না। মনে হয়, এটা বিজেপির ডুবন্ত নৌকাকে বাঁচাতে অক্সিজেন খোঁজার আপ্রাণ চেষ্টা! আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশ্বের চতুর্থ শক্তি হিসেবে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। বিজ্ঞানী ও গবেষকদের সেই সাফল্যকে নিজের সাফল্যে হিসেবে তুলে ধরে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। এই ঘটনাকে বিজেপির ডুবন্ত নৌকাকে অক্সিজেন জোগানোর আপ্রাণ চেষ্টা বলে ব্যাখ্যা করে নির্বাচন কমিশনে অভিযোগ করার হুঁশিয়ারি দিলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মোদীজি সবসময় যে কোনও কাজের কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করেছেন। এই সাফল্যের আসল কৃতিত্ব দেশের বিজ্ঞানী ও গবেষকদের। আজকের ঘোষণা আর একটা অন্তহীন নাটক। নির্বাচনের সময় রাজনৈতিক ফায়দা তুলতেই এই ঘোষণা করা হয়েছে। এটা নির্বাচন বিধি লঙ্ঘনের বড় উদাহরণ।

Advertisement

মমতা টুইটে লেখেন- একটা মেয়াদ উত্তীর্ণ সরকারের তড়িঘড়ি এই মিশন কার্যকর করে ঘোষণার কোনও প্রয়োজন ছিল না। মনে হয়, এটা বিজেপির ডুবন্ত নৌকাকে বাঁচাতে অক্সিজেন খোঁজার আপ্রাণ চেষ্টা! আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পর পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে জানান, বিশ্বের চতুর্থ শক্তি হিসেবে উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। মাত্র তিন মিনিটেই উপগ্রহকে ধ্বংস করা হয়েছে। মোদীর এই ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − seven =