জেলা 

ফোন ট্যাপিং করা হচ্ছে অভিযোগ ভারতীর , নির্বাচন কমিশনের দ্বারস্থ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজনীতির ময়দানে  নেমেই  বিপক্ষ চাপে রাখার যাবতীয় কৌশল অবলম্বন করে চলেছেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন এসপি ও ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ভারতী ঘোষ ।

তিনি বিস্ফোরক অভিযোগে সরব হলেন । তাঁর মোবাইল ফোন ট্যাপ করা হচ্ছে বলে অভিযোগ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন এই আইপিএস। আইনজীবীর মাধ্যমে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যের নির্বাচন আধিকারিকের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছেন তিনি।

Advertisement

এদিন সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে কর্মিসভা‌ করার পর দাসপুরে নির্বাচনের প্রচার করতে যাওয়ার আগে মাদপুর এলাকায় একটি মন্দিরে পুজো দেন ভারতী। তখনই জানান যে তিনি ফোন ট্য়াপিং বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমার যে মোবাইল ফোন সেটি ট্যাপ করা হচ্ছে। আমার আইনজীবীর মাধ্যমে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে ‌জানিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে আমি সুরক্ষিত এবং আমি নির্বাচনে লড়াই করব। আমার ফোন যে ভাবে ট্যাপ করা হচ্ছে তা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি।’

প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ দাসপুরের সোনা মামলায় অভিযুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে এখন গ্রেফতার করতে পারবে না ‌রাজ্য পুলিশ। নির্বাচনের লড়াইয়ে নেমেই ভারতী ঘোষ তাই রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 1 =