কলকাতা 

মোদী বিরোধী জোটের সভা থেকে প্রচার শুরু করবেন মমতা , ৩১ মার্চে বিশাখাপত্তনমে , ২-৪ উত্তরবঙ্গ-অসমে প্রচারে যাবেন তৃণমূল নেত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  মোদী বিরোধী জোটকে শক্তিশালী করার লক্ষ্যে এবারের লোকসভা নির্বাচনে ভিন রাজ্য থেকে প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, প্রথম সভা করতে চলেছেন বিশাখাপত্তনমে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে যাচ্ছেন সেখানে। ২ থেকে ৪ এপ্রিল যাচ্ছেন উত্তরবঙ্গের প্রচারে। সেখান থেকে অসমের ধুবড়িতে দলীয় প্রার্থীর সমর্তনে প্রচারে যাবেন।

রাজ্যে লক্ষ্য ৪২-এ ৪২। সেই লক্ষ্যে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো নিজে না নামলেও, সবই সামাল দিচ্ছেন দলীয় সহকর্মীরা। দেশের বিরোধী জোটকে গুরুত্ব দিতে এবার রাজ্য থেকে নয়, ভিন রাজ্য থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রণে ৩১ মার্চ বিরোধী জোটের সভায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা রয়েছে ১ এপ্রিল।সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রচার শুরু করতে চলেছেন ২ এপ্রিল। ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচার সভায় অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গ ছাড়া তৃণমূল এবার যেসব রাজ্যে প্রার্থী দিয়েছে তার মধ্যে রয়েছে অসমও। উত্তরবঙ্গ থেকে অসমের ধুবড়িতে প্রচারে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + 4 =