দেশ 

ক্ষমতায় আসলে দেশের ২০ শতাংশ গরিব পরিবারকে বছরে ৭২০০০ টাকা দেবে কংগ্রেস প্রতিশ্রুতি রাহুলের

শেয়ার করুন
  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের মুখে বড়সড় ঘোষণা করল কংগ্রেস। দেশের ২০ শতাংশ গরিব পরিবারকে দেওয়া হবে বছরে ৭২,০০০ টাকা। সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এবারের অন্তর্বর্তিকালীন বাজেটে কেন্দ্র ঘোষণা করেছিল দেশের যেসব কৃষকের জমির পরিমাণ আড়াই একরের কম তারা প্রতি বছর ৬ হাজার টাকা পাবেন। সোমবার একপ্রকার তারই পাল্টা দিল কংগ্রেস। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ন্যায়’।

Advertisement

রাহুল গান্ধী এদিন বলেন, দেশের যেসব মানুষের নাম মিনিমাম বেসিক ইনকাম গ্যারান্টি স্কিমে নথিভূক্ত রয়েছে তাদের মধ্যে ২০ শতাংশ গরিব পরিবার বছরে ৭২,০০০ টাকা পাবে।

যাঁদের আয় মাসিক ১২,০০০ টাকার কম, তাঁদের অর্থ সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেন রাহুল। কারও মাসিক আয় ৬ হাজার টাকা হলে, সরকার দেবে বাকি ৬ হাজার। কারও আয় মাসিক ১০ হাজার টাকা হলে, সরকার দেবে বাকি ২ হাজার টাকা। এই উপায়ে মাসে ন্যূনতম ১২,০০০ টাকা আয় নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের আমেঠি থেকে নির্বাচন লড়তে চলা রাহুল।

রাহুলের কথায়, “দেশের পাঁচ কোটি পরিবার, অর্থাৎ ২৫ কোটি মানুষ প্রকল্পের সুবিধা পাবেন।” প্রকল্পটির সব রকম পরিকল্পনাও তৈরি বলে জানিয়েছেন রাহুল। “দেশের অনেক অর্থনীতিবিদের সঙ্গে আলোচনা করেছি আমরা। এটি খুবই সুচিন্তিত, শক্তিশালী একটি প্রকল্প।”

 

 


শেয়ার করুন
  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 10 =