জেলা 

হুগলি জেলার রাজহাটি বন্দর হাইস্কুলে বিজ্ঞান কর্মশালা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প হয় না। তা যতখানি প্রাণবন্ত, ততখানিই মজবুত করে জ্ঞানের ভিতকে।
বিধান শিশু উদ্যানের সহযোগিতায় এইরকমই এক বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার। হুগলি জেলার সুপ্রাচিন বিদ্যালয় রাজহাটি বন্দর হাইস্কুলে। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড়শো ছাত্র ছাত্রী উপস্থিত ছিল এদিনের এই কর্মশালায়।

প্রকৃতির সাধারণ বিজ্ঞানের চলমান ঘটনা থেকে ডি.এন.এ বিজ্ঞানের গভীর ও রহস্যময় আচরণ নিয়ে অত্যন্ত আকর্ষণীয় আলোচনা করেন বিশিষ্ট বিজ্ঞানী গৌতম বসু, ড. বীরেন্দ্র নাথ দাস।

Advertisement

জীববৈচিত্র নিয়ে ছাত্র ছাত্রীদের মাঝে দারুন মজাদার তথ্যসমৃদ্ধ ও সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করেন বন বিভাগের বিশিষ্ট আধিকারিক অগ্নি মিত্র, শ্রীকান্ত ঘোষ। সাধারণ বিজ্ঞানের উপর কুইজ অনুষ্ঠানটিও খুবই উপভোগ্য হয়।

সারাদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক দেবাশিস শেঠ, শীবপ্রসাদ ব্যানার্জী, দেবব্রত মুখার্জি, গৌতম তালুকদার, সোমনাথ দাসগুপ্ত , অশোক সাহা, স্বপন দত্ত প্রমুখ। কর্মশালা সঞ্চালনায় ছিলেন নভেন্দু সামন্ত, নায়ীমুল হক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + eighteen =