দেশ 

”বালাকোটের ৩০০ মোবাইলের খবর জানতে পারলেন কিন্তু পুলওয়ামার বিস্ফোরকের খবর পেলেন না ” মোদী ও রাজনাথকে প্রশ্ন আসাদউদ্দিনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস উপদেষ্টা স্যাম পিত্রোদার বালাকোট নিয়ে মন্তব্য ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী ও রাজনাথকে পুলওয়ামা ও বালাকোট কান্ডে আক্রমন করেছেন বিদায়ী সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি । তিনি ওই সাক্ষাৎকারে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের জনেরও বেশি মৃত্যুর জন্য শাসক বিজেপিকে দায়ী করেছেন । তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কী বিফ বিরিয়ানি খেয়ে ঘুমাচ্ছিলেন?”

পুলওয়ামা কাণ্ডের পরে অধিকৃত কাশ্মীরে এবং পাকিস্তানের বালাকোটে পালটা হামলা চারায় ভারতীয় বায়ুসেনা। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আসাদউদ্দিন ওয়াইসি মোদী-রাজনাথ সহ কেন্দ্রকে আক্রমণ করেছেন । তিনি বলেন, “ভারতীয় বায়ুসেনা বালাকোটে বোম ফেলল। বিজেপি সভাপতি অমিত শাহ বললেন ২৫০ জন জঙ্গি মারা গিয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বললেন ৩০০ মোবাইল ফোন বন্ধ হয়েছে।” এরপরে রাজনাথ সিং-কে আক্রমণ করে তিনি বলেছেন, “আপনি বালাকোটের ৩০০ মোবাইলের খবর জানতে পারলেন কিন্তু পুলওয়ামার বিস্ফোরকের খবর পেলেন না।”

Advertisement

সপ্তদশ লোকসভা নির্বাচনে হায়দরাবাদ কেন্দ্র থেকে লড়াই করছেন। দেশের ধর্মনিরপেক্ষতা এবং সৌভাতৃত্ব বজায় রাখার জন্য তাঁর দল এআইএমআইএম লড়াই করবে বলে জানিয়েছেন তিনি। দেশের প্রধান দুই জাতীয় দলের মধ্যে এই সত্ত্বা নেই বলে দাবি করেছেন তিনি। তিনি বলেছেন , একমাত্র তাঁর দলই ধর্মনিরপেক্ষতার ও সংবিধান বাচানোর জন্য কাজ করে চলেছে । আর দুই জাতীয় কংগ্রেস ও বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + 6 =