কলকাতা 

৩ এপ্রিল রাজ্যে দুটি নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদী , দুপুরে শিলিগুড়ি ; বিকেলে ব্রিগেডে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ৩ এপ্রিল নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ একই দিনে করবেন দুটি জনসভা৷ প্রথমটি উত্তরবঙ্গে৷ দ্বিতীয়টি কলকাতার ব্রিগেডে৷

রাজ্যে প্রথম দফার ভোট ১১ এপ্রিল৷ তার আগে ৩ এপ্রিল লোকসভা ভোটের প্রচারে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী৷ ওই দিনই তিনি জনসভা করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে৷ এখনও অবধি মোদীর যে সফরসূচি সামনে এসেছে সেই অনুযায়ী ৩ এপ্রিল দুপুর ২টো নাগাদ উত্তরবঙ্গে জনসভা করবেন৷ তার দু’ঘণ্টা পর কলকাতার ব্রিগেডে জনসভা করবেন৷ দুটি সভাতেই প্রধানবক্তা নরেন্দ্র মোদী৷

Advertisement

ভোটের মুখে মোদীকে রাজ্যে প্রচারের প্রস্তাব দিল্লির শীর্ষ নেতৃত্বকে দেয় বঙ্গ বিজেপি৷ এবারও গেরুয়া শিবিরের প্রচারের প্রধান মুখ নরেন্দ্র মোদীই৷ নির্বাচনের প্রচারের জন্য একইদিনে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেরাচ্ছেন৷

মোদীকে রাজ্যে প্রচারে এনে কর্মী ও প্রার্থীদের উজ্জীবিত করতে চায় রাজ্য বিজেপি৷ সূত্রের খবর, মে মাসে ফের তাঁকে ভোট প্রচারে রাজ্যে আনার তোড়জোড় শুরু করবে বঙ্গ বিজেপি৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + 2 =