কলকাতা 

সব্যসাচীর গেরুয়া শিবিরে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে এবার নাকি দিলীপের সঙ্গে গোপন বৈঠকে বিধাননগরের মেয়র ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতে দেরি হওয়ার নেপথ্যে নাকি রাজ্য তৃণমূলের কয়েকজন নেতা । কারণ এঁরা দলত্যাগ করে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন এমনই খবর রটেছে রাজ্য জুড়ে । বিশেষ করে বিধাননগর পর নিগমের মেয়র সব্যসাচী দত্ত নাকি বিজেপিতে যোগ দিতে পারেন এখবর ছড়িয়েছে । তারজন্যই এখনু পর্যন্ত বিজেপি রাজ্যের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি । মাত্র ২৯টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে ।

সেখানেই সব্যসাচীকে ঘিরে নানা জল্পনা চলছে৷ জল্পনা তো ছিলই সেটা শনিবার আরও উস্কে দিল দিলীপ সব্যসাচী বৈঠকের খবরে৷ যদিও সব্যসাচী ওই মিটিং এর কথা অস্বীকার করেছেন৷ অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‘একসঙ্গে খেয়েছি৷ ওঁর সঙ্গী ছেলেরা ছিল৷’’

Advertisement

হোলির দিন সল্টলেকে একটি রঙের উৎসবে মেয়র সব্যসাচী দত্ত বলেছিলেন, ‘জয় ভারত, ভারত মাতা কি জয়৷ আমি মেয়র থাকি না থাকি, আমি এমএল-এ থাকি না থাকি, আপনাদের সঙ্গে আমি আছি ৷ মেয়র বা এমএলএ হয়ে জন্মাইনি৷ মেয়র বা এমএলএ হয়ে মরবো না৷’ সেদিন একথা বলে দলত্যাগের জল্পনা নিজেই আরও উস্কে দিয়েছিলেন৷ দলের মধ্যেও তাঁকে নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে৷ এমনকি তার কাছে জানতে চাওয়া হবে কেন তিনি এমন কথা বলেছেন৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 − one =