কলকাতা 

‘২ কেজি কেন, ২ গ্রাম সোনা পাচার করা হচ্ছিল, ফুটেজে দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব‘ বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  গতকালই কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছে শুল্ক দফতর । যদিও ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগেই ঘটেছে বলে জানা গেছে । কিন্ত কেন এত দেরিতে এফআইআর করা হল তা নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা যেতে পারে । এই খবর প্রকাশের পর লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল ।

ঘটনা নিয়ে জলঘোলা হচ্ছে গত প্রায় এক সপ্তাহ ধরে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই ইস্যুকে হাতিয়ার করা হয় তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি ও বাম নেতারা এই ইস্যুকে প্রকাশ্যে আনতে শুরু করেন। আর সেই সব অভিযোগের জবাব দিতেই রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেণ অভিষেক।

Advertisement

এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই একটি চিঠি তুলে ধরেন অভিষেক। শুল্ক দফরের ওই চিঠির উপর ‘সিক্রেট’ বলে লেখা ছিল বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এফআইআরের খসড়া এসেছে দিল্লি থেকে। চিঠিটি পড়ে অভিষেক বলেন, এফআইআর হয়েছে কেন্দ্রের অর্থমন্ত্রকের Central Board of Indirect Taxes and Customs-এর নির্দেশে। অভিষেক বলেন, দিল্লির চাপেই এই এফআইআর করা হয়েছে।

এই ইস্যুতে রবিবার সাংবাদিক সম্মেলনে অভিষেক ওই ঘটনার সিসিটিভি ফুটেজ চান। তিনি বলেন, ‘সাহস থাকলে, সিসিটিভি ফুটেজ এনে আমাকে দেখান।’ তিনি জানান, ১৫ তারিখ রাতে ১২টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তাঁর স্ত্রী রুজিরা। ১টা ১৫ মিনিট পর্যন্ত তিনি ছিলেন বিমানবন্দরে। ওই সময়ের মধ্যেকার ফুটেজ দেখতে চেয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘২ কেজি কেন, ২ গ্রাম সোনা পাচার করা হচ্ছিল, ফুটেজে দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 − 7 =