দেশ 

কৃষকদের সমস্যার সমাধানের দাবিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ১১১ জন কৃষক ভোটে দাঁড়াচ্ছেন ; অভিনব এই লড়াইয়ের কারণ কি জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদীজি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে কৃষকদের সমস্যার দিকে নজর দেননি ।ক্ষমতায় আসার কৃষকদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও প্রধানমন্ত্রী হওয়ার পর সেই প্রতিশ্রুতি পালন করেননি মোদীজি । তাই শেষ পর্যন্ত কৃষকরা মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে যাচ্ছে । সব কিছু ঠিকঠাক থাকলে এবারের লোকসভা নির্বাচনে বারাণসী থেকে ১১১ জন কৃষক মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চলেছেন ।  শনিবার জানিয়েছেন তামিলনাড়ুর কৃষকনেতা পি আআকান্নু। মোদীর কেন্দ্রে ১১১ জন কৃষক প্রার্থী দাঁড় করিয়ে বিজেপিকে বার্তা দিতে চান তামিলনাড়ুর কৃষকরা।


তাদের প্রধান লক্ষ্য হল মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে তারা কৃষকদের জ্বলন্ত সমস্যাগুলিকে দেশের মানুষের সামনে তুলে ধরতে চায় । একই সঙ্গে প্রতিশ্রুতি দিলেও গত ৫ বছরে মোদী কৃষকদের সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ নেননি সেটিও দেশজুড়ে প্রচার করতে চায় কৃষক সংগঠন । তাই এই উদ্যোগ ।

Advertisement

উল্লেখ্য কৃষকরা  বিভিন্ন দাবি নিয়ে সম্প্রতি দিল্লিতে টানা ১০০ দিনের বেশি বিক্ষোভ দেখিয়েছিলেন তামিলনাড়ুর কৃষকরা। এবার ভোটের ময়দানে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন তাঁরা। একজন নন, উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে তামিলনাড়ুর ১১১ জন কৃষক এবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। তাঁদের মূল প্রতিপক্ষ নমো।

বারাণসী কেন্দ্র থেকে ফের প্রার্থী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে তামিলনাড়ুর ১১১ জন কৃষক প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শনিবার জানিয়েছেন রাজ্যের কৃষকনেতা পি আআকান্নু। মোদীর কেন্দ্রে ১১১ জন কৃষক প্রার্থী দাঁড় করিয়ে বিজেপিকে বার্তা দিতে চান তামিলনাড়ুর কৃষকরা। এমনই জানিয়েছেন তিনি।

তাদের দাবি ‘কৃষিজ পণ্যের লাভজনক মূল্য’-সহ কৃষকদের বিভিন্ন দাবি বিজেপির নির্বাচনী ইস্তাহারে অন্তর্ভুক্ত করার দাবিতে তামিলনাড়ুর ১১১ জন কৃষক মোদীর কেন্দ্রে লড়াইয়ের বিষয়ে মনোস্থির করেছেন বলে জানিয়েছেন ন্যাশনাল সাউথ ইন্ডিয়ান রিভারস ইন্টার-লিংকিং ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আআকান্নু। এর কারণ হিসেবে তাঁর ব্যখ্যা, বিজেপি এখন দেশের শাসক দল এবং মোদী এখনও প্রধানমন্ত্রী। ফলে তামিলানড়ুর কৃষক সমাজের সমস্যার প্রতি সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্রে ১১১ জন প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। দাবি পূরণ হলে প্রার্থী প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে তামিলনাড়ুর এই কৃষক নেতা।


শেয়ার করুন
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 − two =