বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সঙ্গীত সম্মাননায় উদযাপিত হল দমদম আর্টিস্ট অ্যান্ড রাইটার্স ফোরামের বর্ষবরণ উৎসব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ গান কবিতা আবৃত্তি আলোচনা ও সম্মাননায় উদযাপিত হলো দমদম আর্টিস্ট অ্যান্ড রাইটার্স ফোরামের বর্ষবরন উৎসব১৪২৫। কলকাতা লেকরোড স্থিত সেনবাড়ির সুসজ্জিত মঞ্চে সম্প্রতি এই উৎসব অনুষ্ঠিত হয়।

এদিনের জাঁকজমকপূর্ণ বর্ষবরন অনোষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বেশ কয়েকজন শিল্পী সাহিত্যিক। কিশোরী শিল্পী অনুষ্কা দাশগুপ্তর উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ভাষণ ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন ফোরামের কর্ণধার পণ্ডিত কৃষ্ণদূত।এদিন অনুষ্ঠানের মানের সাথে সাযুয্য রেখে একগুচ্ছ ভিন্ন স্বাদের সঙ্গীত পরেবেশন করেন শিল্পী অনীতা চন্দ্র, শিপ্রা দাস , মনিকা চ্যাটার্জী, গায়েত্রী চৌধূরী, প্রতীমা বসু, প্রদীপ বসু, ইন্দ্রানী বোস, মায়া দাস, মায়া দাস, শিশির দত্ত, অভিরূপ গুপ্ত, দিজেশ চ্যাটার্জী, উতপল দত্ত , কৃষ্ণা পাল ও মিতা গাঙ্গুলী। আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি দোলন পাল, দীপক চৌধূরি, গোপা বসু এবং প্রখ্যাত বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী। এদিন অনুষ্ঠানে পরিবেশিত হয় শ্রুতি নাটক ‘অবাক জলপান’।অর্পিতা ভট্টাচার্যের নির্দেশনায় সুকুমার রায়ের এই বিখ্যাত নাটকটির অবলম্বনে শ্রুতি নাটকটি রচনা করেন শুক্লা মৈত্র। মান্না দে, হেমন্ত মখোপাধ্যায় সহ বিভিন্ন যশস্বী শিল্পীর সঙ্গীতে গিটারে সঙ্গতকারী পণ্ডিত স্বপন সেনের উপস্থিতি এদিন অনুষ্ঠানকে আরো বাড়িয়ে দেয়।
এদিন বাংলা গানে ও সাহিত্যে অবদানের জন্য কয়েকজন সাহিত্যিক শিল্পীকে সম্বর্ধিত করা হয় ফোরামের তরফে। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশিষ্ট গল্পকার শেখ আব্দোল মান্নান, শিল্পী গায়েত্রী চৌধূরী, সোমনাথ দত্ত ও অভিরূপ গুপ্ত।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 1 =