জেলা 

মালদহ কংগ্রেসের গড়। কংগ্রেসের এই গড়ে প্রতারকের কোনও জায়গা নেই নাম না করে বিদায়ী সাংসদ মৌসমকে তোপ রাহুলের

শেয়ার করুন
  • 270
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মালদহের চাঁচলের কলম ময়দান থেকে বাংলায় লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর এদিন তাঁর বক্তব্যে একদা ঘনিষ্ঠ সহকর্মী মৌসম বেনজির নূরকে তীব্র ভাষায় তিনি আক্রমন করেন । তাঁকে প্রতারক বলে অভিহিত করে  রাহুল গান্ধী মালদহবাসীর কাছে প্রতারণার যোগ্য জবাব দিতে আহ্বান জানান ।

শনিবার মৌসমের নাম না করে রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের একজন ধোঁকা দিয়েছে। তাঁকে বুঝিয়ে দিতে হবে ধোঁকা দিয়ে বাংলায় কোনও কাজ করা যায় না। রাহুল গান্ধী বলেন, মালদহ কংগ্রেসের গড়। কংগ্রেসের এই গড়ে প্রতারকের কোনও জায়গা নেই।

উল্লেখ্য, মৌসম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাঁকেই উত্তর মালদহের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে কংগ্রেস মৌসমের দাদা ইশা খান চৌধুরীকে প্রার্থী করেছে। আক্ষরিক অর্থেই মালদহ উত্তরের লোকসভা ভোটের যুদ্ধ পারিবারিক লড়াইয়ে রূপান্তরিত হয়েছে।

এই অবস্থায় রাহুল বলেন, যিনি ধোঁকা দিয়ে চলে গিয়েছেন, তাঁকে যোগ্য জবাব দিতে ইশা খান চৌধুরীকে জয়ী করুন। এই মালদহের মাটি থেকে কংগ্রেস ফের বাংলায় ঘুরে দাঁড়াবে বলে তিনি দাবি করেন। এবার কেন্দ্রে কংগ্রেস সরকার আসবে বলেই তাঁর দৃঢ় বিশ্বাস। একইসঙ্গে তিনি বাংলাতেও কংগ্রেস সরকার প্রতিষ্ঠার বার্তা দেন।

রাহুল বুঝিয়ে দেন, একমাত্র কংগ্রেস সরকার পারে দেশকে সুশাসন দিতে। কৃষকদের পাশে দাঁড়ায়নি কোনও সরকারই। মোদী সরকার পারেনি, পারেননি রাজ্যের মমতার সরকারও। তাই কংগ্রেসই একমাত্র বিকল্প পথ। কর্মীদের মধ্যে উদ্দীপনা আছে, তা ভোটবাক্সে রূপান্তরিত করতে হবে। সকল কর্মীদের তিনি জেগে উঠতে বলেন। রাজ্যেকে বদলে দেওয়ার আর্জি জানান।


শেয়ার করুন
  • 270
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 4 =