জেলা 

বাংলায় একজনই সরকার চালাচ্ছেন নাম না করে মমতাকে কটাক্ষ রাহুলের

শেয়ার করুন
  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শনিবার পশ্চিমবাংলার মালদহে প্রথম নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারের সমালোচনা করার পাশাপাশি সিপিএম ও তৃণমূলকেও একই বন্ধনীতে রেখে সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । তিনি এদিন বলেন সিপিএম-এর সময় পশ্চিমবঙ্গের সরকার চালাত সংগঠন, আর এখন রাজ্যে একজনই সরকার চালাচ্ছেন। বাংলায় একনায়কতন্ত্র চলছে।  রাজ্যে সিপিএম আমলের মতো তৃণমূল আমলেও কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল।

রাজ্যে মালদহের চাঁচল থেকে এবারের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে  প্রথমেই  মোদীকে  তীব্র ভাষায় আক্রমণ করেন রাহুল। পরের অংশে বাংলায় বর্তমান সরকার এবং তার প্রধানকে নাম না করে আক্রমণ। রাহুল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কৃষিঋণ মকুব করেননি। এরপরেই তিনি বলেন, বাংলায় একজনই সরকার চালান, নিজের মনে যা আসে, সরকার সেইভাবে চালানো হয়। রাহুলের অভিযোগ দিনভর ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সিপিএম আমলের মতো তৃণমূল আমলেও রাজ্যে কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল। সভায় উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে রাহুল বলেন, প্রতারণা করে বাংলায় কাজ করা যাবে না, বুঝিয়ে দিন। বাংলার উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন রাহুল গান্ধী। তিনি বলেন, সিপিএম-এর সময়ে বাংলার উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন , বামেরা ৩৪ বছরে এই বাংলার উন্নয়ন করতে পারেনি । তৃণমূলও আট বছরে তেমন কোনো উন্নয়ন করেনি । বাংলায় পরিবর্তন হলে কংগ্রেস ক্ষমতায় এলে উন্নয়নের জোয়ার আসবে । সরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে । শিক্ষা –স্বাস্থ্য সব দিকেই সার্বিক উন্নয়ন হবে বাংলায় ।


শেয়ার করুন
  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + 1 =